মুম্বই, 12 এপ্রিল :রণবীর-আলিয়ার বিবাহ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া ৷ পরিবারের তরফে যদিও এখনও কেউ সেভাবে মুখ খোলেননি ৷ তবে এরই মাঝে মুম্বইয়ে রণবীরের কৃষ্ণ রাজ বাংলোর ডেকোরেশন দেখে অনেকেই মনে করছেন বিয়ের জন্য়ই নতুন করে আলোর মালায় সেজে উঠেছে এই বাড়িটি (Krishna Raj Banglow Decorated with Lights)৷
মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই হাইরাইজটিকে নতুন করে সাজানো হয়েছে গোলাপী, বেগুনী এবং সোনালী আলোর মালায় ৷ যদিও বাড়িটিতে এখনও কাজ চলছে তবে জল্পনা অনুযায়ী, বিয়ের পর এখানে এসেই উঠবেন এই বলি যুগল ৷ এর আগে সোমবার রণবীরের বাড়ির সামনে একটি গাড়িকেও দেখা গিয়েছে যাতে ভর্তি ছিল সব্য়সাচীর ডিজাইনার বিয়ের পোশাক ৷