নয়াদিল্লি, 24 জুন :শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন ছবি 'শামশেরা'র ট্রেলার ৷ হিন্দি ছবির পুরনো সুপারহিট ফর্মুলা মেনেই এগোচ্ছে এই ছবির গল্প ৷ 'দুষ্টের দমন শিষ্টের পালন' এবং সঙ্গে প্রেমের হালকা গরম মশলা ৷ একটা সময় পর্যন্ত বিগ বাজেট হিন্দি ছবির এটাই ছিল এটাই ছিল রেসিপি ৷ ফের একবার সেই নায়ক নির্ভর ছবির নস্টালজিয়াকেই ফিরিয়ে আনতে চলেছে রণবীরের নতুন ছবি 'শামশেরা' ৷ সম্প্রতি রণবীর জানিয়েছেন তাঁর বাবা অর্থাৎ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর বেঁচে থাকলেও খুব পছন্দ করতেন এই অ্যাকশন এন্টারটেইনার ৷
রণবীর বলেন, "আমি সত্যিই আশা করছি, বাবা যদি ছবিমুক্তি দেখে যেতে পারতেন (Ranbir Kapoor on Rishi Kapoor) ৷ তিনি সবসময় তাঁর সমালোচনার বিষয়ে সৎ থেকেছেন ৷ বিশেষ করে আমার কাজ নিয়ে যদি তিনি কিছু পছন্দ করেন বা না পছন্দ করেন । তাই এটা ভীষণ দুঃখজনক যে উনি এটা দেখে যেতে পারলেন না ৷ কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিত যে আমি এরকম একটি ছবি করতে পেরেছি এবং আমি আশা করি যে কোথাও কোথাও তিনি ঠিক দেখছেন এবং তিনি আমাকে নিয়ে গর্বিত। "