মুম্বই, 10 নভেম্বর:সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন বলি সুন্দরী আলিয়া ভাট ৷ 6 নভেম্বর মা হয়েছেন আলিয়া ৷ কাপুর পরিবারে এখন বইছে আনন্দের জোয়ার ৷ এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী ৷ স্বামী রণবীর কাপুরের সঙ্গে বাড়িও ফিরলেন তিনি (Ranbir kapoor and Alia Bhatt)৷ সেখানে স্বাভাবিকভাবেই ছিল ব্যাপক প্রস্তুতি ৷ যদিও এখনও সোশাল মিডিয়ায় তাঁদের কন্যার মুখ দেখাননি অভিনেত্রী ৷ অনুষ্কা শর্মা বা প্রিয়াঙ্কা চোপড়ার মতোই একই সিদ্ধান্ত নিয়েছেন রণলিয়াও(Ranbir takes wife Alia and Baby Daughter home)৷
এবার সামনে এল অভিনেত্রীর হাসপাতাল থেকে বাড়ি ফেরার একটি ভিডিয়ো (Alia Bhatt baby) ৷ এই ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে নো-মেকআপ লুকে ৷ গাড়ি থেকে জনতার উদ্দেশ্য়ে হাতও নাড়েন রণবীর ৷ পাপারাজ্জিদের ক্যামেরায় দেখা যায় আলিয়াকেও ৷
গত জুন মাসে আলিয়া ও রণবীর ঘোষণা করেন যে, তাঁরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে চলেছেন এই তারকা জুটি (Ranbir kapoor and Alia Bhatt video)৷ ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেন আলিয়া তাতে দেখা গিয়েছিল আল্ট্রা সোনোগ্রাফি হচ্ছে অভিনেত্রীর ৷ আর পাশে রয়েছেন তাঁর স্বামী রণবীরও ৷ ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, "আমাদের সন্তান...খুব শিগগিরই আসছে ৷"