পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir Kapoor: মহাদেব অ্যাপ বেটিং মামলায় রণবীর কাপুরকে সমন ইডি'র - Ranbir Kapoor summoned by Enforcement Directorate

'মহাদেব অ্য়াপ বেটিং কেস' সংক্রান্ত বিষয়ে অভিনেতা রণবীর কাপুরকে সমন পাঠালো ইডি ৷ বলিউডের আরও অনেকগুলি বড় নাম এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে আশঙ্কা আধিকারিকদের ৷

Ranbir Kapoor summoned by Enforcement Directorate
রণবীর কাপুরকে সমন ইডির

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 4:00 PM IST

Updated : Oct 4, 2023, 5:00 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর:অভিনেতা রণবীর কাপুরকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ আগামী 6 অক্টোবর ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ মহাদেব অ্য়াপ বেটিং সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋষি-পুত্রকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শুধু রণবীর কাপুর নয়, এই মামলার তদন্তে নামার পর ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বলিউডের নামি তারকাদের আরও অনেকেই জড়িত রয়েছেন এই ঘটনার সঙ্গে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে এসেছে প্রায় 15 থেকে 20 জন তারকার নাম ৷ খবর অনুযায়ী ইডির আধিকারিকরা নজর রাখছেন তাঁদের উপরেও ৷

বলিউডের সঙ্গে এই অনলাইন বেটিং অ্যাপের মালিকদের যোগসাজশ কত গভীরে, তাও খতিয়ে দেখছেন তাঁরা ৷ কলকাতা, ভোপালের মতো বিভিন্ন বড় শহরে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ কী এই মহাদেব অ্য়াপ? বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই মহাদেব অ্যাপ আসলে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ৷ যা সরাসরি মানি লন্ডারিং-এর সঙ্গে যুক্ত ৷ আর সেই টাকার পরিমাণ মোটেই কম নয় ৷

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে প্রায় 100 কোটিরও বেশি টাকা হাওয়ালার মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়ার প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ শুধু তাই নয়, বলিউডের যে যে অভিনেতা অভিনেত্রী যুক্ত থাকতে পারেন সন্দেহ করছেন ইডি আধিকারিকরা তাঁদের মধ্য়ে রয়েছেন টাইগার শ্রফ, রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, কৃষ্ণা অভিষেক, নুসরাত ভরুচা, সানি লিওনের মতো পরিচিত নাম ৷

আরও পড়ুন:'সৃজিতের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রী'র মতো', 'দশম অবতার' থেকে বিশ্বকাপ, পুজো সব নিয়ে আড্ডায় প্রসেনজিৎ

অভিনেতা রণবীর কাপুর এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'অ্যানিম্যাল' নিয়ে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে তাঁকে দেখা যাবে ববি দেওল এবং রশ্মিকা মন্দনার মতো অভিনেতা-অভিনেত্রীকে ৷ তবে সেই ছবি মুক্তির আগেই এবার বিপাকে অভিনেতা ৷ ইডির এই সমনের কী ফল হয় জানা যাবে আগামীতেই ৷

Last Updated : Oct 4, 2023, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details