হায়দরাবাদ, 4 অক্টোবর:অভিনেতা রণবীর কাপুরকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ আগামী 6 অক্টোবর ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ মহাদেব অ্য়াপ বেটিং সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋষি-পুত্রকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শুধু রণবীর কাপুর নয়, এই মামলার তদন্তে নামার পর ইডি আধিকারিকরা জানতে পেরেছেন বলিউডের নামি তারকাদের আরও অনেকেই জড়িত রয়েছেন এই ঘটনার সঙ্গে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে এসেছে প্রায় 15 থেকে 20 জন তারকার নাম ৷ খবর অনুযায়ী ইডির আধিকারিকরা নজর রাখছেন তাঁদের উপরেও ৷
বলিউডের সঙ্গে এই অনলাইন বেটিং অ্যাপের মালিকদের যোগসাজশ কত গভীরে, তাও খতিয়ে দেখছেন তাঁরা ৷ কলকাতা, ভোপালের মতো বিভিন্ন বড় শহরে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ কী এই মহাদেব অ্য়াপ? বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই মহাদেব অ্যাপ আসলে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ৷ যা সরাসরি মানি লন্ডারিং-এর সঙ্গে যুক্ত ৷ আর সেই টাকার পরিমাণ মোটেই কম নয় ৷