নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রণবীর কাপুর এবং আলিয়া ভাট এখন ব্যস্ত রয়েছেন তাঁদের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচারে (Ranbir kapoor Brahmastra Promotion) ৷ এই ছবিতেই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণলিয়া (Ranbir Kapoor and Alia Bhatt movie) ৷ তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্য়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ তার ওপর ছবিতে থাকছেন নাগার্জুন, অমিতাভ বচ্চনের মতো সুপারস্টাররাও ৷ এমনকী ক্যামিও পারফরম্যান্স করবেন শাহরুখ খানও ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ যথেষ্ট রয়েছে ৷ এবার অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি কতটা দর্শক মন জয় করবে তার উত্তর দেবে সময়ই (Brahmastra Promotion) ৷
তাঁর এই ছবি মুক্তির আগেই অবশ্য় বেশ কিছু চিন্তার কারণও তৈরি হয়েছে ৷ কারণ ইতিমধ্যেই বয়কট স্লোগান উঠতে শুরু করেছে রণবীরের এই নতুন ছবিকে কেন্দ্র করে ৷ তার উপর কয়েকদিন আগেই রণবীরের কামব্যাক ছবি 'শামশেরা'-ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ এবার 'শামশেরা'-র এমন খারাপ দশা নিয়ে নীরবতা ভাঙলেন রণবীর (Ranbir on Shamshera failure)৷