হায়দরাবাদ, 22 নভেম্বর:রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'অ্যানিম্যাল' নিয়ে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি মুক্তি পেতে চলেছে 1 ডিসেম্বর ৷ ছবির টিজার এবং গানগুলি সামনে আসার পর অনেকেই কবির সিংয়ের সঙ্গে অর্জুন রেড্ডির তুলনা করতে শুরু করেছেন ৷ যদিও তাঁর চরিত্রে যে বেশকিছু ধূসর শেড রয়েছে একথা আগেই জানিয়েছিলেন রণবীর কাপুর ৷
রণবীর কাপুর এও জানিয়েছেন তাঁর চরিত্রটিতে সন্দীপের তৈরি আগের নায়ক ও খলনায়কদের প্রভাব আছে ৷ তবে অনেক অন্য় শেডও এনেছেন তিনি ৷ চিত্রনাট্যের নতুনত্বই তাঁকে এই গল্পের প্রতি আগ্রহ করে তুলেছিল ৷ বিদেশি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে তিনি বলেন, "সন্দীপ রেড্ডির নায়করা সাধারণত যেমন হয় তেমনই কিছু বৈশিষ্ট এই নায়কের মধ্যেও আছে ৷ সে কঠিন এবং কিছু পরিস্থিতি একেবারেই আপোষ করতে চায় না ৷ কিন্তু এই চরিত্রকে আলাাদা করে দেয় তার গভীরতা এবং জটিলতা ৷ শুধু তাই নয় চরিত্রটির অনেকগুলি স্তরও রয়েছে ৷"