পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir on Pheloed Comment আলিয়ার বেবি বাম্প নিয়ে ঠাট্টার জের, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন রণবীর - আলিয়ার বেবি বাম্প নিয়ে ঠাট্টা রণবীরের

ছবির প্রচারে আলিয়ার বেবি বাম্প এবং ওজন বৃদ্ধি নিয়ে মজা করে যে মন্তব্যটি করেন রণবীর কাপুর তা মোটেই ভালভাবে নেয়নি নেটপাড়া (Pheloed comment on Alia Bhatt)৷ এ বার তার জন্য় ক্ষমা চাইলেন রণবীর (Ranbir Kapoor reacts to pheloed comment )৷

Ranbir on Pheloed Comment
আলিয়ার বেবি বাম্প নিয়ে ঠাট্টার জের, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন রণবীর

By

Published : Aug 24, 2022, 5:26 PM IST

মুম্বই, 24 অগস্ট:বলি তারকা আলিয়া ভাট আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন ৷ অর্থাৎ কাপুর পরিবারে আসছে জুনিয়র কাপুর ৷ এরই মাঝে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে মজা করে যে মন্তব্যটি করেন রণবীর কাপুর তা মোটেই ভালভাবে নেয়নি নেটপাড়া ৷ যার জেরে তাঁকে নিয়ে শুরু হয় তীব্র ট্রোলিং ৷ এই নিয়ে এ বার মুখ খুললেন রণবীর স্বয়ং(Ranbir Kapoor reacts to pheloed comment ) ৷

চেন্নাইতে ব্রহ্মাস্ত্র ছবির প্রচারে এসে তিনি বলেন, "প্রথমেই যেটা বলে নেওয়া দরকার আমার জীবনে যা কিছু আছে তার সবটা দিয়ে আমি আমার স্ত্রীকে ভালোবাসি । যা ঘটেছে তা হল বিষয়টা নিয়ে মজা করতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা মোটেই মজার হয়ে ওঠেনি ৷" আলিয়ার বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, "আমি সত্যিই তাঁদের কাছে ক্ষমা চাইছি, যদি কারও অনুভূতিতে আমি আঘাত দিয়ে থাকি ৷ যদি আমার ওপর কেউ বিরক্ত হয়ে থাকেন, তার জন্য় আমি সত্যিই দু:খিত ৷"

সম্প্রতি একটি ইউটিউব লাইভে ছবির প্রচারের জন্য় একত্রিত হয়েছিলেন রণবীর কাপুর অয়ন মুখোপাধ্য়ায় এবং আলিয়া ভাট ৷ আর এই সেশনেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তিনি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচার নিয়ে আরও সরব হচ্ছেন না ৷ আর এর উত্তর দিতে গিয়েই অভিনেতা আলিয়ার বাড়ন্ত বেবি বাম্প এবং ওজন বৃদ্ধি নিয়ে ঠাট্টা করেছিলেন (pheloed comment on Alia Bhatt) ৷ যা মোটেই ভালভাবে নেননি দর্শকদের একাংশ ৷ এই কারণে পরিচালক এস এস রাজামৌলি এবং সুপারস্টার নাগার্জুনের সঙ্গে দক্ষিণ ভারতে প্রচারে এসে এই নিয়ে ক্ষমা চাইলেন রণবীর ৷

আরও পড়ুন:রেললাইনে শুয়ে রিল বানাতে গিয়ে বিপত্তি, মামলা দায়ের হল সলমনের হামশকল আজমের বিরুদ্ধে

উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। আলিয়া, রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে । হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details