হায়দরাবাদ, 25 অক্টোবর: বলি তারকা রণবীর কাপুর সোশাল মিডিয়ায় সক্রিয় নন ৷ তবে এবার অনুরাগীদের সঙ্গে কথা বলতে জুম কলে হাজির ঋষি-তনয় ৷ তাঁর আসন্ন দু'টি ছবি নিয়ে আলোচনা করলেন অভিনেতা ৷ আগামিদিনে নীতীশ তিওয়ারির 'রামায়ন' ছবিতে রামের ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে তাঁর ৷ অন্যদিকে, কিশোর কুমারকে নিয়ে যে বায়োপিক তৈরির কথা ভাবছেন অনুরাগ বসু সেখানেও রণবীর অভিনয় করবেন বলে শোনা গিয়েছে ৷ যদিও নির্মাতাদের তরফে কোনও ঘোষণাই এখনও হয়নি ৷ কিশোর কুমারের বায়োপিকে তিনি কোন চরিত্র করবেন সেটাও ঠিক হয়নি।
অনুরাগ বসু এই ছবটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলেছেন ৷ তবে রণবীর জানান, এ মাসের শেষেই চিত্রনাট্যটি পড়বেন ৷ তাঁর কথায়, "অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে বায়োপিক তৈরি করতে অনেক দিন ধরেই কাজ করছেন ৷ উনি এখন চিত্রনাট্য লিখছেন ৷ এই মাসের শেষেই আমার স্ক্রিপ্ট শোনার কথা ৷" তবে এখনও তাঁকে কোন চরিত্রে দেখা যাবে তা ঠিক হয়নি বলেই জানিয়েছেন নায়ক ৷
অন্যদিকে, 'রামায়ণ' প্রসঙ্গে অভিনেতা বলেন, "রামায়ণ একটা বিরাট বড় প্রজেক্ট ৷ এটি সফল করতে বিরাট পরিশ্রম প্রয়োজন ৷ এখনও কিছুই ঠিক হয়নি ৷ আমি আশা করব এটা সফল হবে ৷ আর এই ক'দিনে আমি প্রচুর নতুন নতুন বিষয় শুনছি ৷ তবে এখনও কোনও কাজের ক্ষেত্রেই কোনও নিশ্চয়তা নেই ৷"
আরও পড়ুন:বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক
রণবীর এও জানিয়েছেন, মেয়ে রাহার জন্মের সময় তিনি খুব একটা বেশি সময় দিতে পারেননি ৷ শুটিংয়ের ব্যস্ততার কারণে তাঁকে বেশিরভাগ সময় সেটেই কাটাতে হয়েছিল ৷ কিন্তু সম্প্রতি অভিনয় থেকে 6 মাসের ছুটি নিতে চেয়েছিলেন ৷ তবে স্ত্রী আলিয়া ভাট এখন কাজ করেছেন ভাসান বালা পরিচালিত 'জিগরা' ছবিতে ৷ এটা আলিয়ার প্রযোজিত প্রথম ছবি ৷ রণবীরের ছুটির পরিকল্পনার মধ্যেই আলিয়া ব্যস্ত হয়ে পড়েছেন ছবির কাজ নিয়ে ৷ তাই রণবীরের ছুটি নেওয়া সম্ভব হয়নি ৷ প্রসঙ্গত, তাঁর আগামী ছবি 'অ্যানিম্যাল' নিয়েও আশাবাদী রণবীর ৷ 1 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷