পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আলিয়ার মায়ের নামে শিশু কল্যাণ খাতে রণবীরের অনুদান, জানেন কতা টাকা দিলেন অভিনেতা? - সোনি রাজদান

Christmas 2023: রণবীর কাপুর 'অ্যানিম্যাল' ছবির সাফল্য উপভোগ করছেন। সোমবার অভিনেতার বাড়িতে ছিল খ্রিস্টমাস পার্টি ৷ বড়দিনে স্ত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদানের নামে শিশু কল্যাণে অর্থ দান করলেন রণবীর ৷

Etv Bharat
সোনা রাজদানের প্রতি বিশেষ ভালোবাসা রণবীরের

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 4:36 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: দেশজুড়ে বড়দিনের উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। বলিউড তারকাদেরও রঙিন ছিল বড়দিনের পার্টি ৷ বিশেষ এই দিনে, কাপুর পরিবারে আয়োজন করা হয়েছিল গেট-টুগেদারের ৷ যেখানে পুরো কাপুর পরিবার একসঙ্গে বড়দিন উদযাপনে উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি, আলিয়া ভাটও পার্টির আয়োজন করেছিলেন, যেখানে তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে আলিয়ার মা, সোনি রাজদানের নামে কল্যাণমূলক কাজে অর্থদান করলেন রণবীর ৷

পার্টি শেষে সোনি জানিয়েছেন, তাঁর জামাই রণবীর শিশু কল্যাণ খাতে 1 লাখ টাকা অনুদান দিয়েছেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "এই বড়দিনে খুব ভালো উপহার পেয়েছি রণবীরের থেকে ৷ শিশু কল্যাণমূলক কাজের জন্য আমার নামে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন রণবীর ৷" কাপুর পরিবারের বড়দিনের গ্র্যান্ড পার্টির ছবি ঘুরে বেড়ায় সোশাল ওয়ালে ৷ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নান্দাকে দেখা গিয়েছে কাপুর পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে ৷

উল্লেখ্য, বড়দিনের উৎসব আরও বড় করে তোলেন আলিয়া ও রণবীর ৷ দুবছর পর প্রথমবার মেয়ে রাহা কাপুরের সঙ্গে দেশবাসীর পরিচয় করান 'ব্রহ্মাস্ত্র' তারকা ৷ তাঁরা এদিন মিষ্টি রাহাকে নিয়ে আসেন পাপারাৎজিদের সামনে ৷ মায়ের মতো দেখতে নাকি বাবার মতো নাকি দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে রাহাকে, তা নিয়ে নেটপাড়ায় নানা মন্তব্য নজরে আসে ৷ প্রত্যেকেই মিষ্টি রাহাকে দেখে খুশি প্রকাশ করেছেন ৷ মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় রাহার ভিডিয়ো ৷

যদিও মঙ্গলবারই আলিয়া-রণবীর মেয়ে রাহাকে নিয়ে শহর ছেড়েছেন ৷ বছর শেষে ছুটি কাটাতে তাঁরা বেড়িয়ে পড়েছেন ৷ মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা যায় তারকা দম্পতিকে ৷ সেখানে আলিয়া ঘুমন্ত রাহাকে নিয়ে ঢুকে যায় বিমান বন্দরে ৷ তার আগে পাপারাৎজিদের দেখে হেসে পোজও দেন ৷ তবে তাঁরা কোথায় বেড়াতে গিয়েছেন তা এখনও অজানা ৷

ABOUT THE AUTHOR

...view details