পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আলিয়াকে নিয়ে 'অ্যানিম্যাল' সাকসেস পার্টিতে রণবীর, ববির পোজে ফ্রেমবন্দি তারকারা - Alia Bhatt

Animal Success Party: চলতি বছর বক্সঅফিসে ঝড় তুলেছে 'অ্যানিম্যাল' ৷ শনিবার মুম্বইয়ে পাঁচতারা হোটেল রাখা হয়েছিল ছবির সাকসেস পার্টি ৷ উপস্থিত ছিলেন একঝাঁক তারকা ৷ মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়াকে পার্টিতে নজর কাড়লেন রণবীর কাপুর ৷ আর কোন তারকা ছিলেন উপস্থিত?

Etv Bharat
'অ্যানিম্যাল' সাকসেস পার্টিতে তারকার হাট

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 5:03 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: রণবীর কাপুরের কেরিয়ারগ্রাফ বর্তমানে উর্ধ্বমুখী ৷ 'ব্রহ্মাস্ত্র', 'তু ঝুটি ম্যায় মক্কর' ছবির পর 'অ্যানিম্যাল' রণবীরকে নিয়ে গিয়েছে খ্যাতির মধ্যগগনে ৷ বক্সঅফিসে এই ছবির সাফল্য নজরকাড়া ৷ শনিবার ছবির সাফল্য উদযাপনে রাখা হয়েছিল পার্টি ৷ যেখানে ছবির টিম-সহ উপস্থিত ছিলেন বি-টাউনের অনান্য সেলেবরাও ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি দেওল, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার, প্রেম চোপড়া, শক্তি কাপুর-সহ আরও অনেকে ৷ তবে অনুষ্ঠানের স্পটলাইট কেড়ে নেন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ সাকসেস পার্টিতে রণবীরকে দেখা যায় মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ফ্রেমবন্দি হতে ৷

পরিবারের সঙ্গে ছবি তোলার পাশাপাশি রণবীর-আলিয়া একসঙ্গে পাপারাৎজিদের সামনে আসেন ৷ এদিন অ্যানিম্যাল-খ্যাত অভিনেতার পরনে ছিল কালো রঙের ভেলভেট ব্লেজার, তার সঙ্গে কালো স্ল্যাক্স ও কালো শার্ট ৷ অন্যদিকে আলিয়া স্টাইলের জন্য বেছে নিয়েছিলেন নীল রঙ ৷ তাঁর পরনে ছিল নীল রঙের হল্টার ড্রেস ৷ দুই তারকার এই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ কেউ এই জুটি পাওয়ার কাপল বলে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন বলিউডের সেরা জুটি ৷ আবার কেউ রাজা-রানি বলেও মন্তব্য করেছেন ৷

পাশাপাশি, সাকসেস পার্টিতে ববি দেওল-অনিল কাপুরের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ 'অ্যানিম্যাল' ছবির পুরো টিম একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেয় ৷ ছবিতে ববির চর্চিত দৃশ্য, ঠোঁটে আঙুল রেখে ছবি তোলেন সকলে ৷ উল্লেখ্য, বক্সঅফিসে 'অ্যানিম্যাল' 800 কোটি টাকার ব্যবসা করেছে ৷ রণবিজয় সিংয়ের চরিত্রে দেখা যায় রণবীরকে ৷ ছবির পোস্ট-ক্রেডিট দেখে বোঝা গিয়েছে, আসবে 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল ৷ যেখানে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা নিয়ে মুখ খোলেননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

ABOUT THE AUTHOR

...view details