মুম্বই, 3 এপ্রিল: ডেস্টিনেশন ওয়েডিং নয় ৷ বা কোনও বিলাসবহুল হোটেলেও বিয়ে করছেন না বলিউডের মিষ্টি কাপল রণবীর সিং ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt wedding) ৷ রণবীরের পৈতৃক বাড়ি আরকে হাউসেই (Kapoor's Ancestral Home) নাকি বসবে বিয়ের আসর ৷ বিনোদনের দুনিয়ায় এই খবর ছড়িয়েছে ৷ ঘুরে বেড়াচ্ছে তাঁদের বিয়ে সংক্রান্ত আরও বেশ কিছু আপডেট ৷
সংবাদমাধ্যমে খবর যে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের বহুল চর্চিত এই সেলিব্রিটি যুগল ৷ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে তাঁদের বিবাহস্থল ৷ রণবীর কাপুর (Ranbir Alia wedding) নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি বিয়ে করবেন তাঁর পূর্বপুরুষের ভিটেয় ৷ 1980 সালের 20 জানুয়ারি এই আরকে হাউসেই চার হাত এক হয়েছিল রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের ৷
জানা যাচ্ছে, রণবীর (Ranbir Alia marriage) ও আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা 450 ৷ রণবীরের পরিবার নাকি চেয়েছিল যে, এপ্রিলের শেষে বিয়েটা হোক ৷ তবে আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক সমস্যার কথা বিচার করে একটু আগে বিয়ের আয়োজন করার কথা বলে তাঁর পরিবার ৷ সেই মতোই নাকি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে ৷ যদিও দুই পরিবারের কেউই বিয়ের দিনক্ষণ নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি ৷