পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir Kapoor Alia Bhatt wedding: কাপুরদের পূর্বপুরুষের ভিটেতেই বিয়ে রণবীর-আলিয়ার, আমন্ত্রিত 450 ! - রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে

কাপুরদের পূর্বপুরুষের ভিটেতেই বিয়ে হবে রণবীর কাপুর ও আলিয়ার ভাটের (Ranbir Kapoor Alia Bhatt wedding)৷ শোনা যাচ্ছে, আমন্ত্রিতের সংখ্যা 450 (Ranbir Alia marriage)৷

ranbir-kapoor-alia-bhatt-to-marry-at-kapoors-ancestral-home-reports
থাম্বনেইল

By

Published : Apr 3, 2022, 12:25 PM IST

মুম্বই, 3 এপ্রিল: ডেস্টিনেশন ওয়েডিং নয় ৷ বা কোনও বিলাসবহুল হোটেলেও বিয়ে করছেন না বলিউডের মিষ্টি কাপল রণবীর সিং ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt wedding) ৷ রণবীরের পৈতৃক বাড়ি আরকে হাউসেই (Kapoor's Ancestral Home) নাকি বসবে বিয়ের আসর ৷ বিনোদনের দুনিয়ায় এই খবর ছড়িয়েছে ৷ ঘুরে বেড়াচ্ছে তাঁদের বিয়ে সংক্রান্ত আরও বেশ কিছু আপডেট ৷

সংবাদমাধ্যমে খবর যে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের বহুল চর্চিত এই সেলিব্রিটি যুগল ৷ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে তাঁদের বিবাহস্থল ৷ রণবীর কাপুর (Ranbir Alia wedding) নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি বিয়ে করবেন তাঁর পূর্বপুরুষের ভিটেয় ৷ 1980 সালের 20 জানুয়ারি এই আরকে হাউসেই চার হাত এক হয়েছিল রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের ৷

জানা যাচ্ছে, রণবীর (Ranbir Alia marriage) ও আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা 450 ৷ রণবীরের পরিবার নাকি চেয়েছিল যে, এপ্রিলের শেষে বিয়েটা হোক ৷ তবে আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক সমস্যার কথা বিচার করে একটু আগে বিয়ের আয়োজন করার কথা বলে তাঁর পরিবার ৷ সেই মতোই নাকি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে ৷ যদিও দুই পরিবারের কেউই বিয়ের দিনক্ষণ নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি ৷

আরও পড়ুন:Randhir Kapoor dementia: ডিমেনশিয়ায় ভুগছি না, সম্পূর্ণ সুস্থ : রণবীরের মন্তব্য উড়িয়ে দাবি রণধীরের

তবে রণবীর নিজে দিনকয়েক আগে জানিয়েছিলেন যে, শিগগিরই তাঁদের বিয়ে হচ্ছে ৷ তিনি বলেন, "আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে আমি মিডিয়ার সামনে আমার বিয়ের তারিখ ঘোষণা করব ৷ তবে এটুকু বলতে পারি যে আমি ও আলিয়া বিয়ের পরিকল্পনা করছি ৷ খুব শিগগিরই সেটা হতে চলেছে ৷"

কর্মক্ষেত্রে পরবর্তীতে অয়ন মুখোপাধ্যায়ের ফিল্ম 'ব্রহ্মাস্ত্র'-এ এক ফ্রেমে দেখা যাবে রণবীর ও আলিয়াকে ৷ সম্প্রতি এই ছবির শুটিং শেষ হয়েছে ৷ তাঁরা ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন, মৌনী রয় ও নাগার্জুন আক্কিনেনি ৷ এ ছাড়াও 'শামশেরা'য় বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে রণবীরকে ৷ পুষ্পা স্টার রশ্মিকা মন্দানার সঙ্গে 'অ্যানিম্যাল'ও থাকছেন তিনি ৷ অপরদিকে, আলিয়া ভাট বর্তমানে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শুটিং করছেন ৷ এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে (Ranbir Kapoor Alia Bhatt To Marry)৷

আরও পড়ুন:Madhuri Dixit On Kacha Badam : 'কাঁচা বাদাম' গানে নাচলেন মাধুরী-রীতেশও

ABOUT THE AUTHOR

...view details