হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর বৃহস্পতিবর পা দিলেন একচল্লিশে ৷ অভিনেতাদের জন্মদিনে আজকাল তাঁদের নতুন ছবির খবর সামনে আসা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ সেই ট্রেন্ডে গা ভাসালেন রণবীর কাপুর ৷ তাঁকে আগামীতে দেখা যাবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে ৷ বৃহস্পতিবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেল সেই ছবির টিজার ৷
ছবিতে যে মারকুটে মেজাজে ধরা দেবেন রণবীর, সে কথা জানা গিয়েছিল আগেই ৷ প্রি-টিজারেই তার ঝলক সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আর এবার টিজারেও যেন সিলমোহর পড়ল তাতে ৷ ছবিতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে ৷ 2 মিনিট 26 সেকেন্ডের এই টিজারে দেখা যায় রণবীরকে ছোটবেলায় বেশ কড়া শাসনে রাখতেন অনিল ৷ বাবার অবাধ্য হতে গিয়ে মারও খেতে হয়েছে তাঁকে ৷ কিন্তু বাবার প্রতি তাঁর শ্রদ্ধা একটুও টলেনি ৷ এমনকী প্রেমিকার মুখেও বাবাকে নিয়ে কোনও নেতিবাচক কথা শুনতে তিনি রাজি নন ৷