মুম্বই, 15 এপ্রিল :অবশেষে চার হাত এক হয়েছে রণলিয়ার ৷ বৃহস্পতিবার বিবাহের পালা সাঙ্গ হওয়ার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একাধিক অন্তরঙ্গ ছবি ৷ এই রাজকীয় বিয়েতে কার্যত বসেছিল চাঁদের হাট ৷ সইফ আলি খান, করিনা, করিশমা কাপুররা তো বটেই শান থেকে করণ জোহর অবধি সকলেই এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ৷ এরই মাঝে রণবীরের মা নীতু কাপুরের একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Neetu Kapoor Remembers Rishi Kapoor) ৷
বরের সাজে রণবীরের একটি ছবি এদিন ইনস্টায় শেয়ার করেছেন তিনি ৷ আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এটা কাপুর সাবকে (সাহেব) উৎসর্গ করছি । আপনার ইচ্ছা পূরণ হয়েছে ৷" বর্ষীয়ান অভিনেত্রী নীতুর এই পোস্টটি যে এত নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কারণ, এর পিছনে রয়েছে এক বাবার একটি ছোট্ট স্বপ্নের গল্প ৷