পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ranbir-Alia wedding: 'এটা কাপুর সাবকে উৎসর্গ করছি', বরবেশী ছেলের পাশে দাঁড়িয়ে আবেগী নীতু - বরবেশী ছেলের পাশে দাঁড়িয়ে আবেগী নীতু

ঋষি কাপুরের স্বপ্ন ছিল বিয়েতে ছেলেকে পান্নার ব্রোচ লাগানো পাগড়ি আর শেরওয়ানিতে দেখার, যা পেশোয়ারি ঐতিহ্যের প্রতীক ৷ আর তাই ঋষি যেমন চাইতেন, ঠিক সেভাবেই বৃহস্পতিবার রণবীরকে সাজিয়েছিলেন নীতু (Neetu Kapoor Remembers Rishi Kapoor) ৷ সেই ছবি পোস্ট করে এদিন তিনি লেখেন, "এটা কাপুর সাবকে (সাহেব) উৎসর্গ করছি । আপনার ইচ্ছা পূরণ হয়েছে ৷"

Ranbir-Alia wedding
'এটা কাপুর সাবকে উৎসর্গ করছি' বরবেশী ছেলের পাশে দাঁড়িয়ে আবেগী নীতু

By

Published : Apr 15, 2022, 5:44 PM IST

মুম্বই, 15 এপ্রিল :অবশেষে চার হাত এক হয়েছে রণলিয়ার ৷ বৃহস্পতিবার বিবাহের পালা সাঙ্গ হওয়ার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একাধিক অন্তরঙ্গ ছবি ৷ এই রাজকীয় বিয়েতে কার্যত বসেছিল চাঁদের হাট ৷ সইফ আলি খান, করিনা, করিশমা কাপুররা তো বটেই শান থেকে করণ জোহর অবধি সকলেই এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ৷ এরই মাঝে রণবীরের মা নীতু কাপুরের একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Neetu Kapoor Remembers Rishi Kapoor) ৷

বরের সাজে রণবীরের একটি ছবি এদিন ইনস্টায় শেয়ার করেছেন তিনি ৷ আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এটা কাপুর সাবকে (সাহেব) উৎসর্গ করছি । আপনার ইচ্ছা পূরণ হয়েছে ৷" বর্ষীয়ান অভিনেত্রী নীতুর এই পোস্টটি যে এত নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কারণ, এর পিছনে রয়েছে এক বাবার একটি ছোট্ট স্বপ্নের গল্প ৷

ক্যানসারের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে 2020 সালের এপ্রিলে প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর । রণবীর আলিয়ার বিয়ে নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল । জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা 2020 সালের ডিসেম্বরেই রণলিয়ার বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার আগেই তিনি মারা যান ।
আরও পড়ুন: বিয়ের সাজেও ছকভাঙা আলিয়া, দীপিকা-ক্যাটরিনাদের উল্টো পথে পর্দার গঙ্গু

নীতু সম্প্রতি একটি ওয়েবলয়েডকে জানিয়েছেন, ঋষি কাপুরের স্বপ্ন ছিল বিয়েতে ছেলেকে পান্নার ব্রোচ লাগানো পাগড়ি আর শেরওয়ানিতে দেখার, যা পেশোয়ারি ঐতিহ্যের প্রতীক ৷ শুধু তাই নয়, তিনি এও চাইতেন রণবীর ঘোড়ায় চড়েই বিয়ে করতে যাবেন ৷ নীতু জানিয়েছিলেন এই ব্যাপারে তিনি খুবই আবেগী ছিলেন ৷ আর তাই ঋষি যেমন চাইতেন, ঠিক সেভাবেই বৃহস্পতিবার রণবীরকে সাজিয়েছিলেন নীতু ৷ আর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

ABOUT THE AUTHOR

...view details