হায়দরাবাদ, 12 এপ্রিল : রণবীর কাপুর এবং আলিয়া ভাট, বলিউডের এই সুপরিচিত জুটির বহু প্রতীক্ষিত বিবাহ নিয়ে এখন সরগরম সমস্ত মাধ্যম ৷ একদিকে যখন বিয়ের প্রস্তুতি চরমে এবং ফ্য়ানেরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কবে চার হাত এক হবে তাঁদের প্রিয় বলি জুটির ৷ তারই মাঝে সামনে এল এক বড় খবর ৷ জানা গিয়েছে, পিছিয়ে যেতে চলেছে এই বিবাহের অনুষ্ঠান ৷
আলিয়ার ভাই রাহুল ভাট একটি পোর্টালকে জানিয়েছেন, 13 বা 14 এপ্রিল বিবাহের অনুষ্ঠান শুরু হচ্ছে না (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date ) ৷ কারণ ব্যাখ্যা করতে তিনি জানিয়েছেন, যেভাবে সংবাদ মাধ্যমে বিবাহ সংক্রান্ত সমস্ত খবরাখবর সামনে এসেছে, তা দেখেই এভাবে মত পরিবর্তন করেছেন তাঁরা ৷ একইসঙ্গে এর পিছনে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত কারণও ৷ রাহুল এও জানিয়েছেন, এর আগে 14 এপ্রিলকেই বিবাহের আচার অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন রণবীর ৷ কিন্তু পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ৷