মুম্বই, 14 এপ্রিল:যাবতীয় জল্পনা কাটিয়ে আজই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt) ৷ আজ দুপুর দুটো (pheras at 2pm) নাগাদ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা ৷ তার আগে বেলা এগারোটা নাগাদ হয়ে গেল গায়ে হলুদ (Ranbir Alia baraat) ৷ গায়ে হলুদের জন্য কৃষ্ণা রাজ বাংলো থেকে পাশেই রণবীরের বর্তমান বাড়ি বাস্তুতে যান বরযাত্রীরা (haldi ceremony ends) ৷
বিয়ের পর রণবীর ও আলিয়ার (Ranbir-Alia Wedding) থাকার জন্য মুম্বইয়ের পালি হিলে বাংলো তৈরি হচ্ছে ৷ প্রয়াত রাজ কাপুরের স্ত্রীর নামানুসারে তার নাম রাখা হয়েছে কৃষ্ণা রাজ বাংলো ৷ রণবীর কাপুরের (Ranbir Alia mehendi ceremony) পরিবার ও বন্ধুবান্ধবরা ছিলেন সেখানেই ৷ গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীরা সেখান থেকে পৌঁছে যান সেই বাংলোর খুব কাছেই রণবীরের বর্তমান বাড়ি বাস্তুতে ৷
আরও পড়ুন:Alia-Ranbir's mehendi: প্রথম হেনা ছোঁয়ালেন করণ, আলিয়া-রণবীরের মেহেন্দিতে আর কী কী হল ?