হায়দরাবাদ, 16 মার্চ: বি টেক পাস করার 37 বছর পর অবশেষে ডিগ্রির সার্টিফিকেট পেলেন পরিচালক রামগোপাল বর্মা ৷ রামগোপালকে সকলেই চেনেন তাঁর সাহসী ছবির জন্য় ৷ দক্ষিণী এই পরিচালক কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন ৷ 1985 সালেই আচার্য নাগার্জুনা ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিগ্রি লাভ করেন তিনি ৷ কিন্তু রামু নিজেই জানিয়েছেন তাঁর ইচ্ছা করেনি ইঞ্জিনিয়র হতে আর তাই তিনি তাঁর সার্টিফিকেটটি নিতে যাননি ৷ এবার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই সার্টিফিকেট তুলে দিল কর্তৃপক্ষ (Ram Gopal Varma Received His B tech Degree ) ৷
বুধবার টুইট করে নিজেই এই খবর দিয়েছেন রামু ৷ সার্টিফিকেটের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আজ 37 বছর পর আমার বি টেক ডিগ্রী পেয়ে রোমাঞ্চিত বোধ করছি ৷ 1985 সালের এই সার্টিফিকেট আমি আর নিইনি ৷ কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং করার কোনও ইচ্ছা ছিল না ৷ ধন্য়বাদ আচার্য নাগার্জুনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ৷'