পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ram Gopal Varma: 37 বছর পর আরজিবিকে বি টেক সার্টিফিকেট দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ - 37 বছর পর বি টেক সার্টিফিকেট পেলেন আরজিবি

ইঞ্জিনিয়ারিং পাস করার 37 বছর পর বি টেক সার্টিফিকেট পেলেন আরজিবি ৷ 1985 সালে এই ডিগ্রি লাভ করেছিলেন আরজিবি ৷ এবার তাঁর হাতে সার্টিফিকেট তুলে দিল কর্তৃপক্ষ (Ram Gopal Varma Received His B tech Degree )৷

http://10.10.50.85:6060/reg-lowres/16-March-2023/collage_1603newsroom_1678945345_361.jpg
37 বছর পর বি টেক সার্টিফিকেট পেলেন আরজিবি

By

Published : Mar 16, 2023, 1:59 PM IST

হায়দরাবাদ, 16 মার্চ: বি টেক পাস করার 37 বছর পর অবশেষে ডিগ্রির সার্টিফিকেট পেলেন পরিচালক রামগোপাল বর্মা ৷ রামগোপালকে সকলেই চেনেন তাঁর সাহসী ছবির জন্য় ৷ দক্ষিণী এই পরিচালক কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন ৷ 1985 সালেই আচার্য নাগার্জুনা ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিগ্রি লাভ করেন তিনি ৷ কিন্তু রামু নিজেই জানিয়েছেন তাঁর ইচ্ছা করেনি ইঞ্জিনিয়র হতে আর তাই তিনি তাঁর সার্টিফিকেটটি নিতে যাননি ৷ এবার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই সার্টিফিকেট তুলে দিল কর্তৃপক্ষ (Ram Gopal Varma Received His B tech Degree ) ৷

বুধবার টুইট করে নিজেই এই খবর দিয়েছেন রামু ৷ সার্টিফিকেটের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আজ 37 বছর পর আমার বি টেক ডিগ্রী পেয়ে রোমাঞ্চিত বোধ করছি ৷ 1985 সালের এই সার্টিফিকেট আমি আর নিইনি ৷ কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং করার কোনও ইচ্ছা ছিল না ৷ ধন্য়বাদ আচার্য নাগার্জুনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ৷'

এই অনুষ্ঠান নিয়ে আরও বেশ কয়েকটি টুইট করেছেন আরজিবি ৷ কোথাও তাঁকে দেখা গিয়েছে অডিটোরিয়ামে ভাষণ দিতে ৷ কোথাও বা তাঁকে দেখা গিয়েছে অধ্য়াপকদের সঙ্গে কথা বলতে ৷ 1989 সালে শুরু হয়েছিল পরিচালক হিসাবে তাঁর যাত্রা ৷ তাঁর প্রথম ছবির নাম ছিল 'শিবা' ৷ আর এই ছবির জন্যই সেরা পরিচালক হিসাবে নান্দী পুরস্কার পান আরজিবি ৷ এই ছবিই জিতে নিয়েছিল পরপর দু'টি নান্দী পুরস্কার ৷ 2 বছর পর আবারও নান্দী পুরস্কার জিতে নেন আরজিবি ৷ ছবির নাম 'কৃষ্ণ কেশনম' ৷ জীবনে মোট সাতবার এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:জন্মদিনে ফিরে দেখা নাগরিক কবিয়ালের কলকাতা
রামগোপাল বর্মা এর আগে চর্চায় উঠে আসেন 'খতরা ডেঞ্জারাস' ছবির জন্য ৷ এই ছবি সমকামী প্রেম এবং রহস্য রোমাঞ্চে ভরা একটি গল্প তুলে ধরে ৷ এই ছবি মুক্তির পর যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন আরজিবি ৷ কেউ কেউ একে অশ্লীল বলেও উল্লেখ করেছিলেন ৷ এরপর 'কোণ্ডা' নামে আরও একটি দক্ষিণী ছবি পরিচালনা করেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details