মুম্বই, 24 জানুয়ারি: এসএস রাজামৌলির আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত রামগোপাল বর্মা ৷ মজার ছলে সদ্য় গ্লোডেন গ্লোব জয়ী পরিচালককে 'হত্যার হুমকি' দিলেন তিনি ৷ এক পরিচালকের প্রতি কেন হঠাৎ এমন ব্য়বহার আরেক পরিচালকের ? খোলাখুলি টুইটারে তিনি জানান, তাঁর এই গোপন প্ল্যান ৷ আসলে তাঁর ছবির মতোই একটু অন্য়ভাবে রাজামৌলির প্রশংসা করেছেন রামগোপাল ৷ সম্প্রতি একের পর এক আন্তর্জাতিক পুরস্কার এসেছে রাজামৌলির ঝুলিতে ৷ এমনকী 28তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে তাঁর ছবি 'আরআরআর' ৷ আর এই সমস্ত দেখে শুনেই তাঁর সহকর্মীদের সঙ্গে প্রশংসায় মাতলেন রামু (RGV controversial tweets)৷
রামগোপাল লেখেন, "দাদা সাহেব ফালকে থেকে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে কেউ কোনওদিন কল্পনা করতে পারেনি, এমনকী রাজামৌলি নিজেও না ৷ কে ভেবেছিল একজন ভারতীয় পরিচালক এমন সব অসামান্য মুহূর্তের সাক্ষী হবেন ৷ আরে রাজামৌলি তুমি, যিনি মুঘলে আজম বানিয়েছিলেন সেই কে আসিফ থেকে শুরু করে শোলে নির্মাতা রমেশ সিপ্পি, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালকদেরও ছাপিয়ে গিয়েছো ৷"
আরও পড়ুন :Golden Globe Award for Naatu Naatu : সাফল্যের নয়া মুকুট, গোল্ডেন গ্লোব পেল 'নাতু নাতু'