হায়দরাবাদ, 15 জানুয়ারি: তাঁদের ব্লকবাস্টার ফিল্ম আরআরআর (RRR) ডিজিটালি মুক্তি পাওয়ার পর পশ্চিমের সিনেমাপ্রেমী দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর (Ram Charan-Jr NTR on Hollywood Goals)। গুঞ্জন শোনা যাচ্ছে যে, হলিউডের পুরষ্কার প্রদানের মরশুম আরআরআর-এর মধ্যে একটি আন্ডারডগ খুঁজে পেয়েছে । এই চলচ্চিত্রের নাটু নাটু ইতিমধ্যেই গোল্ডেন গ্লোবসে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ৷ এ ছাড়াও সেরা ছবি-সহ পাঁচটি ক্ষেত্রে ক্রিটিক চয়েস পুরস্কারের মনোনয়ন পেয়েছে ।
তাদের ফিল্মকে জনপ্রিয়তার সর্বশীর্ষে পৌঁছে দেওয়ার জন্য রামা রাও জুনিয়র এবং রাম চরণ গ্লোবস গ্রে কার্পেটে হাঁটতে, পার্টিতে কেট ব্ল্যানচেটের পছন্দের সঙ্গে মিশে যেতে এবং সম্ভাব্য পুরস্কার ভোটারদের জন্য প্যাকড স্ক্রিনিংয়ে অংশ নিতে লস এঞ্জেলেসে গিয়েছিলেন ৷ লস অ্যাঞ্জেলেসে রাম চরণ ও জেআর এনটিআরকে প্রায়শই একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে, তাঁরা তাঁদের দিগন্ত প্রসারিত করতে হলিউডে কাজ করতে চান কি না ।
হলিউডে থাকার পরিপ্রেক্ষিতে তাঁদের লক্ষ্য কী তা জানতে চাওয়া হলে, রাম চরণ একটি সাক্ষাত্কারে বলেন, "এই লক্ষ্যটা সর্বদা আছে ৷ যেমন আমি বলেছিলাম, এলএ-তে আসা আমাদের লক্ষ্যের অংশ ছিল না, তবে আমরা এখানে এসেছি ৷ তাই যে ভাবে সবকিছু চলছে আমরা তাকে সে ভাবেই গ্রহণ করছি । এবং অবশ্যই আমরা এলএ এবং হলিউডের মহান পরিচালকদের অভিজ্ঞতা নিতে চাই এবং আমি চাই তাঁরাও অভিনেতা হিসেবে আমাদের অভিজ্ঞতা লাভ করুক এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে কিছু সাংস্কৃতিক ধারণা এবং গল্প শেয়ার করুক । অবশ্যই নতুন জিনিসের আবিষ্কার করতে পছন্দ করব। এবং (টারান্টিনো) আমার প্রিয় পরিচালকদের মধ্য অন্যতম ।"