কলকাতা, 4 অগস্ট:নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনা এবং প্রযোজনায় এই পুজোয় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'রক্তবীজ'। শুক্রবার সকালে হাজির হল ছবির টিজার এবং মোশন পোস্টার । এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠেছে ৷ এর একটা কারণ অবশ্যই ছবির স্টারকাস্ট ৷ কে নেই ছবিতে? আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্যের বাঘা বাঘা তারকাদের অনেকেরই দেখা মিলবে এই ছবিতে ৷ পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে ছবিতে।
2014 সালের পুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের । তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর । স্থানীয় লোকজন খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু তাদের পথ আটকায় দু'জন মহিলা । এই ঘটনা এক কথায় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে । সেদিন কী হয়েছিল সবাই জানে ৷ কিন্তু কেন হয়েছিল তার অনেক থিওরির মধ্যে একটি থিওরি নিয়েই গড়ে উঠেছে এই 'রক্তবীজ' ৷ ঠিক এমনই জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।