কলকাতা, 22 সেপ্টেম্বর:মুক্তি পেল 'রক্তবীজ' ছবির নতুন গান 'গৌরি এলো' ৷ এই গানটির কথা বললেই লোক সঙ্গীত অনুরাগীদের মনে পড়ে যায় কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কথা ৷ প্রয়াত এই লোকগায়ক চেষ্টা করেছিলেন বাংলার মেঠো সুরকে গোটা বাংলায় পৌঁছে দিতে ৷ তাঁর সংগ্রহ থেকেই উঠে এল এই গান ৷
আর সবচেয়ে বড় কথা এই গানটিতে কণ্ঠ দিল তাঁর তৈরি লোকগীতির দল 'দোহার' ৷ আর সঙ্গে আরেক লোক শিল্পী তীর্থ ভট্টাচার্য্য ৷ বলতে হবে শিশু শিল্পী রোহন দাসের কথাও ৷ সকলে মিলে এই গানে গানে পুজোর আমেজকে পৌঁছে দিলেন গ্রাম বাংলায় ৷ গৌরির বাপের বাড়ি আসা নিয়ে গান লেখা হয়ে আসছে যুগ যুগ ধরে ৷ কমলাকান্তের মতো বহু কবির হাত ধরেই উঠে এসেছে অসাধারণ সব শাক্ত পদ ৷ এছাড়া লোকগান তো আছেই ৷ এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতেও লোকসঙ্গীতের জন্য ডাক পড়েছিল কালিকার ৷
এই প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোয় ৷ আর তাই ছবির গান নিয়ে নতুন ধরনের ভাবনা সামনে রাখছেন নির্মাতারা ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'কেন গোবিন্দ দাঁত মাজে না' ৷ সুরজিতের কণ্ঠে এই গানে তৈরি হয়েছিল মজার এক পরিবেশ ৷ তার সঙ্গে নাচে সকলের মন কেড়েছিলেন অঙ্কুশ হাজরা ৷ তবে এবার যে গানটি সামনে আনলেন নির্মাতারা তা একেবারে আলাদা ৷