পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raktabeej New Song: 'রক্তবীজ'-এর হাত ধরে ফের পর্দায় 'দোহার', 'গৌরি এলো'র সুরে ফিরবে কালিকাপ্রসাদের স্মৃতি - শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি

শুক্রবার নির্মাতারা সামনে আনলেন 'রক্তবীজ' ছবির নতুন গান 'গৌরি এলো' ৷ লোক সঙ্গীতের মেঠো সুরে ফের একবার মোহিত হলেন অনুরাগীরা ৷ গানটিতে কণ্ঠ দিল 'দোহার' ৷ 'দোহার' বললেই মনে ভেসে প্রয়াত গায়ক কালিকাপ্রসাদের স্মৃতি ৷ গলা মেলালেন গায়ক তীর্থ ভট্টাচার্য্য ৷

Raktabeej New Song Gouri Elo
মুক্তি পেল রক্তবীজ ছবির নতুন গান

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 6:24 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:মুক্তি পেল 'রক্তবীজ' ছবির নতুন গান 'গৌরি এলো' ৷ এই গানটির কথা বললেই লোক সঙ্গীত অনুরাগীদের মনে পড়ে যায় কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কথা ৷ প্রয়াত এই লোকগায়ক চেষ্টা করেছিলেন বাংলার মেঠো সুরকে গোটা বাংলায় পৌঁছে দিতে ৷ তাঁর সংগ্রহ থেকেই উঠে এল এই গান ৷

আর সবচেয়ে বড় কথা এই গানটিতে কণ্ঠ দিল তাঁর তৈরি লোকগীতির দল 'দোহার' ৷ আর সঙ্গে আরেক লোক শিল্পী তীর্থ ভট্টাচার্য্য ৷ বলতে হবে শিশু শিল্পী রোহন দাসের কথাও ৷ সকলে মিলে এই গানে গানে পুজোর আমেজকে পৌঁছে দিলেন গ্রাম বাংলায় ৷ গৌরির বাপের বাড়ি আসা নিয়ে গান লেখা হয়ে আসছে যুগ যুগ ধরে ৷ কমলাকান্তের মতো বহু কবির হাত ধরেই উঠে এসেছে অসাধারণ সব শাক্ত পদ ৷ এছাড়া লোকগান তো আছেই ৷ এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতেও লোকসঙ্গীতের জন্য ডাক পড়েছিল কালিকার ৷

এই প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোয় ৷ আর তাই ছবির গান নিয়ে নতুন ধরনের ভাবনা সামনে রাখছেন নির্মাতারা ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'কেন গোবিন্দ দাঁত মাজে না' ৷ সুরজিতের কণ্ঠে এই গানে তৈরি হয়েছিল মজার এক পরিবেশ ৷ তার সঙ্গে নাচে সকলের মন কেড়েছিলেন অঙ্কুশ হাজরা ৷ তবে এবার যে গানটি সামনে আনলেন নির্মাতারা তা একেবারে আলাদা ৷

'রক্তবীজ' মুক্তি পেতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ একই দিনে দেব পর্দায় ফিরছেন তাঁর 'বাঘা যতীন' ছবি নিয়ে ৷ এই ছবিতে ফুটে উঠবে দেশকে স্বাধীন করতে বীর যোদ্ধা বাঘা যতীন যে সংগ্রাম করেছিলেন তার কাহিনি ৷

আরও পড়ুন:মুখ গোঁফ দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক

অন্য়দিকে 'রক্তবীজ' ছবির মূল বিষয়বস্তু সন্ত্রাসবাদ ৷ খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ পুজোর আবহে কীভাবে একটি বিস্ফোরণ গ্রামের চেহারাটা বদলে দেয় সেটাই উঠে আসবে এই কাহিনিতে ৷ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, মিমি চক্রবর্তীদের মতো একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী কাজ করছেন এই ছবিতে ।

ABOUT THE AUTHOR

...view details