কলকাতা, 26 সেপ্টেম্বর: 19 অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'রক্তবীজ'। অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে প্রচারপর্ব। প্রচারের কায়দায় বরাবরই অভিনবত্বের ছাপ রাখে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এবারও খাবারের সঙ্গে ছবির অভিনেতাদের তুলনা করার ঝলক এল সামাজিক মাধ্যমে। আর তা করলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়।
মিমি চক্রবর্তীকে ফুচকার সঙ্গে তুলনা করলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পোলাও আর খাসির মাংসের সঙ্গে তুলনা করলেন আবির চট্টোপাধ্যায়। তবে, তুলনা করার পর মুহূর্তেই আবির বলেন, "মিমির মধ্যে বেশ একটা রেওয়াজি ব্যাপার আছে। কিন্তু হজম করতে জানতে হবে।" তবে, কেন বললেন তার কোনও বিশ্লেষণে যাননি তিনি। কেননা গোটা বিষয়টাই মজার উপর আর কল্পনার উপরে দাঁড়িয়ে। এর অন্তর্নিহিত অর্থ খুঁজে জলঘোলা করা অমূলক। অন্যদিকে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিং চায়ের সঙ্গে তুলনা করলেন আবির। আবিরকে আবার চিকেন রেজালার সঙ্গে তুলনা করলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।