মুম্বই, 20 জানুয়ারি:বিতর্কের রানি রাখি সাওয়ান্তের জীবনে সুখ দরজায় কড়া নাড়ার কয়েক মুহূর্ত কাটতে না কাটতেই ফের চোখের জলে ভাসতে হল অভিনেত্রীকে ৷ সবেমাত্র প্রেমিক আদিল খানের সঙ্গে নতুন জীবন শুরু খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি তার মধ্যেই রাখিকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগটি করেছিলেন আরেক বিতর্কিত মডেল শার্লিন চোপড়া (Rakhi Sawant Sherlyn Chopra Controversy)৷ প্রায় 6 ঘণ্টা জেরার পর থানা থেকে বেরিয়ে এসে সোশাল মিডিয়ায় তাঁর বেদনার কথা তুলে ধরেছেন রাখি ৷
পুলিশের জেরার পর ঘরে ফিরে রীতিমতো ভেঙে পড়েন রাখি ৷ তিনি লেখেন, "সবচেয়ে মূল্যবান তরল যদি কিছু হয় তা অশ্রু, যার 1% জল এবং 99% আবেগ, তাই কাউকে আঘাত করার আগে দু'বার ভাবুন"(Rakhi pens painful note after police interrogation)। রাখির এই পোস্টের নীচে অনুরাগীদের মন্তব্যের বন্যা শুরু হয়েছে ৷ কেউ লিখেছেন, "আপনি অবশ্য়ই ন্যায় বিচার পাবেন ৷ চিন্তা করবেন না ৷" কেউ আবার লেখেন, "আপনার পরিবারের উপর মনোযোগ দিন ৷ জীবনে সুখ এবং দুঃখ তো আসে আর যায় ৷"