মুম্বই, 26 সেপ্টেম্বর:রবিবার রাজু শ্রীবাস্তব স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল তাঁর পরিবারের পক্ষ থেকে ৷ মুম্বইয়ে এই স্মরণসভায় হাজির হন বলিউডের বহু পরিচিত মুখ ৷ 'হাসির রাজা'-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন কপিল শর্মা, ভারতী সিং, জনি লিভার, নীল নিতিন মুকেশ, কে কে মেনন, এহসান কুরেশি, কিকু শারদা, শৈলেশ লোধা-সহ আরও অনেকে (celebs at Raju Srivastava prayer meet)৷ আদতেই রাজুর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা (Raju Srivastava prayer meet) ৷
এদিন অনুষ্ঠানে রাজুকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তাঁর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Raju Srivastava wife Shikha)৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখা যায় চোখে জল নিয়ে তিনি বলছেন, “কিছু বলার বাকি নেই। আমার জীবন শেষ হয়ে গেল । সবাই তার জন্য প্রার্থনা করেছেন, ডাক্তাররাও তাঁদের সাধ্যমতো চেষ্টা করেছেন, আমরা সবাই সাধ্যমত চেষ্টা করেছি । তিনি আমাদের সবাইকে হাসিয়েছেন এবং আমি নিশ্চিত যে স্বর্গেও তিনি সবাইকে হাসিতে ভরিয়ে রাখবেন ।" রাজুর মেয়ে অন্তরাও এদিন ব্য়ক্ত করেছেন তাঁর যন্ত্রণার কথা (Raju Srivastava wife emotional) ৷