নয়া দিল্লি, 18 অগস্ট: বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের চেতনা এখনও ফেরেনি (Raju Srivastava health deteriorates once again)। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক । হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি ৷ ধীরে ধীরে অবশ্য় চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছিলেন তিনি ৷ অ্যাঞ্জিওগ্রাফির পর তাঁর জ্ঞান ফিরতে সময় লাগবে জানালেও পরিবারের তরফে জানানো হয় তাঁর অবস্থা স্থিতিশীল ৷
চিকিৎসকরা জানিয়েছেন, কৌতুক অভিনেতার মস্তিষ্কে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক । গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগ দেখা গিয়েছে । বিখ্যাত অভিনেতা শেখর সুমন এদিন টুইট করেছেন রাজুর অবস্থা সম্পর্কে ৷ তিনি লেখেন, "রাজুর স্বাস্থ্য সম্পর্কে আজকের আপডেট হল তিনি স্থিতিশীল । যদিও তিনি এখনও অজ্ঞান । তাঁর সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে । তাঁর দ্রুত আরোগ্যের জন্য় প্রার্থনা করি।"