হায়দরাবাদ:প্রয়াত বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava passed away)৷ বুধবার 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর ৷ রাজু ছিলেন ভারতের শ্রেষ্ঠ স্ট্যান্ডআপ কমিডিয়ানদের মধ্যে অন্যতম(Raju Srivastav Dies at the age of 58 ) ৷ গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ এরপর প্রায় দেড়মাসের টানা লড়াই ৷ শেষমেশ বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি(Raju Srivastava passes away) ৷
আটের দশকের শেষ দিকে তাঁর কমেডির ডালি নিয়ে হাজির হয়েছিলেন রাজু ৷ তবে সফলতা পেতে পেতে বেশ অনেকটা সময় লেগে যায় ৷ রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্যমে ৷ স্ট্যান্ড আপ কমিডির সূত্রটাই একসময় বদলে দিয়েছিলেন এই কৌতুক শিল্পী ৷ হাসির এই বাদশার জন্ম উত্তর প্রদেশের কানপুর জেলায়, 1963 সালের 25 ডিসেম্বর ৷ তাঁর কমিক টাইমিংয়ের জন্যই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তিনি ৷ তাঁর পিতা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন খ্য়াতনামা কবি ৷ রাজু শুরু থেকেই চমৎকারভাবে অন্যের নকল করতে পারতেন ৷ তাঁর মিমিক্রি ক্ষমতাই তাঁকে কমেডির দিকে ঠেলে দেয় ৷