পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

RajKummar Rao Bheed Promotion: 'ভিড়' ছবির প্রচারে সোদপুরে হাজির রাজকুমার রাও

'ভিড়'-এর প্রচারে সোদপুরের কলেজ ক্যাম্পাসে অভিনেতা রাজকুমার রাও ৷ অনুরাগীদের সঙ্গে ছবি তুললেন, হাত মেলালেন (RajKummar Rao in Sodepur For Bheed Promotion)৷

RajKummar Rao in Bengal For Bheed Promotion
ভিড়ের প্রচারে সোদপুরের কলেজ ক্যাম্পাসে অভিনেতা রাজকুমার রাও

By

Published : Mar 18, 2023, 1:05 PM IST

Updated : Mar 18, 2023, 3:58 PM IST

ছবির প্রচারে বাংলায় হাজির রাজকুমার

সোদপুর, 18 মার্চ:তাঁর আসন্ন ছবি 'ভিড়'-এর প্রচারে সোদপুরে হাজির অভিনেতা রাজকুমার রাও ৷ এই ছবির পরিচালনা করেছেন অনুভব সিনহা ৷ অভিনেতা রাজকুমার রাও এবং ভূমি পেডনেকরের ছবি তুলে ধরবে লকডাউন এবং পরিযায়ী শ্রমিকদের কাহিনি ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর ট্রেলারেই দেখা গিয়েছে ছবিটি কীভাবে তুলে ধরতে চেয়েছে বছর তিনেক আগের দূর্বিষহ সেই ইতিহাসকে ৷

24 মার্চ মুক্তি পেতে চলেছে ছবি ৷ প্রসঙ্গত, 2020 সালের ঠিক এই দিন থেকেই দেশে সম্পূর্ণ লকডাউন শুরু হয়। তার আগে আগরপাড়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে ছবির প্রচার সারলেন অভিনেতা রাজকুমার রাও ৷ সকলের সঙ্গে হাত মেলানো ভক্তদের সঙ্গে সেলফি তোলা সব মিলিয়ে বেশকিছুটা সময় বেশ মজা করে কাটালেন এই এই অভিনেতা (RajKummar Rao in Sodepur For Bheed Promotion)৷

অনুরাগীদের সঙ্গে হাত মেলালেন রাজকুমার

1947 সালের দেশভাগের পরে ভারতে সবচেয়ে বড় মাইগ্রেশন হয় করোনাকালে ৷ অন্যরাজ্য থেকে নিজের ঘরে ফেরার জন্য় নিরাপদে একটু বেঁচে থাকার জন্য় ঘর ছাড়েন হাজার হাজার মানুষ ৷ পথেই কত সন্তান হারায় তাদের মা-কে ৷ রাত্রে ক্লান্ত হয়ে রেল লাইনে শুয়ে কাটাও পড়েন বেশ কয়েকজন ৷ তার উপর রয়েছে প্রশাসনের কড়া শাসন ৷ এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রাজকুমারকে ৷ অন্যদিকে ভূমিকে এখানে দেখা যাবে একজন ডাক্তারের ভূমিকায় ৷

আরও পড়ুন:বক্স অফিসে কি সফল রানির 'মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে'? কি বলছে রিপোর্ট কার্ড?


পরিচালক অনুভব সিনহা এর আগেও তাঁর ছবিতে সমাজের কিছু বাস্তব সত্যকে তুলে ধরেছেন ৷ সেটাই তাঁর ছবির ইউএসপি । 2019 সালে তাঁর হাত থেকে সিনেপ্রেমীরা উপহার পেয়েছে আর্টিকেল 15-এর মতো ছবি ৷ অন্যদিকে, 2018 সালেও তিনি বানিয়েছিলেন মুলুক-এর মতো ছবি ৷ এবার তাঁর হাত ধরে সিনেপ্রেমীরা পেতে চলেছেন 'ভিড়' ছবিটি ৷ বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবির প্রচার সারছেন অভিনেতা রাজকুমার রাও ৷ এবার তাঁকে দেখা গেল সোদপুরেও ৷ একইসঙ্গে কলকাতাতেও ছবির প্রচার সারলেন তিনি ।

Last Updated : Mar 18, 2023, 3:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details