মুম্বই, 15 ডিসেম্বর:নতুন বছরেই শুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় হরর কমেডি 'স্ত্রী'-র পরবর্তী অধ্যায়ের ৷ সূত্রের খবর অনুযায়ী আগামী মার্চ থেকেই শুটিং শুরু করবেন অভিনেতা রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ মোট চারটি শহরে শ্যুটিং হবে এই ছবি ৷ মার্চে এই ছবির শুটিং শুরু করার কথা অবশ্য় এখনও নির্মাতাদের তরফে নিশ্চিত করা হয়নি(Shooting of Stree 2) ৷
তবে সূত্রের খবর, 'স্ত্রী-2'-এর কাজ যে শুরু হতে চলেছে তাঁর ইঙ্গিত ভেড়িয়া ছবির শেষ অংশেই দিয়েছেন পরিচালক ৷ ছবির ক্রেডিটের দৃশ্যে যেভাবে রাজকুমার রাও (ভিকি) এবং অপারশক্তি খুরানা (বিট্টু)-কে দেখানো হয়েছে তাতেই প্রমাণিত হয় যে আগামীতে খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে এই ছবির কাজ (Rajkummar Aparshakti to begin shoot for Stree 2) ৷ খবর অনুযায়ী, আপাতত ছবির অন্যান্য অভিনেতারা সকলেই ব্যস্ত অন্য় অন্য কাজে ৷ তবে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ৷ তাই আরও একবার রাজকুমার রাও এবং অন্য়ান্য অভিনেতাদের কাছে থেকে একটি দারুণ মজার গল্প দর্শকরা উপহার পেতেই পারেন (Stree Sequel Is Coming Soon)৷