হায়দরাবাদ,8 মে:সামনে এল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আসন্ন ছবি 'লাল সেলাম'-এর ফার্স্ট লুক ৷ ছবিটির পরিচালনা করছেন রজনী কন্যা ঐশ্বর্য ৷ সোমবার ছবির একটি পোস্টার একটি পোস্টার সামনে এনেছেন নির্মাতারা ৷ যেখানে রজনীকান্তের চরিত্র মইদিন ভাইয়ের লুক সামনে এসেছে ৷ ছবিতে রজনীকান্তের মাথায় রয়েছে লাল ফেজ টুপি, পরণে পাঠানি কোর্ট আর চোখে কালো সানগ্লাস ৷ এহেন রাজকীয় বেশে তিনি এগিয়ে আসছেন, এই দৃশ্য়ই ফ্রেমবন্দি হয়েছে পোস্টারে ৷
রিপোর্ট বলছে 1993 সালে বোম্বে তথা মুম্বইয়ের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবির গল্প ৷ কন্যার পরিচালনায় রজনীকান্ত এখন কীভাবে এই চরিত্রকে ফুটিয়ে তোলেন সেটাই দেখার ৷ তবে পোস্টার দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে নেটপাড়া ৷ সোমবার ছবির পোস্টার শেয়ার করে রজনী কন্যা লেখেন, "মইদিন ভাই স্বাগত ৷ হৃদয় যখন রেসের ময়দানে দৌড়চ্ছে তখন লাল সেলাম-এর কোনও ক্যাপশন দিতে পারছি না ৷"