হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: সুপারস্টার রজনীকান্ত এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ৷ 10 অগস্ট ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে জেলার ৷ ছবি মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে এই ছবি ৷ থালাইভার পাওয়ার প্যাকড পারফর্ম্যান্স প্রেক্ষাগৃহে ঝুলিয়েছে হাউসফুলের বোর্ড ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুসারে, শুধুমাত্র ভারতেই এই ছবির কালেকশন 328 কোটি টাকা ৷ মাত্র 22 দিনে গ্লোবালি জেলার ছবির ঝুলিতে এসেছে 650 কোটি টাকা ৷ বৃহস্পতিবার ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সময়ে দাঁড়িয়ে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন রজনীকান্ত ৷
সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান একটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মরণের সঙ্গে দেখা গিয়েছে সুপারস্টার রজনীকান্তকে ৷ জানা গিয়েছে, সান গ্রুপের কর্ণধার তথা ছবির প্রযোজক কালানিথি থালাইভা রজনীকান্তকে একটি 100 কোটি টাকার চেক দিয়েছেন ৷ এই টাকাটা জেলার ছবির অতিরিক্ত যে আয় হয়েছে, তার থেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এর আগে, ছবিতে কাজ করার জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন 110 কোটি টাকা ৷ এবার পেলেন আরও 100 কোটি টাকা ৷ অর্থাৎ তাঁর মোট পারিশ্রমিক মূল্য দাঁড়াল 210 কোটি টাকা ৷ যে কারণেই ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় এক নম্বরে রয়েছেন সুপারস্টার থালাইভা ৷