চেন্নাই, 12 মার্চ: তাঁর শরীর খারাপ ৷ কিডনি সংক্রান্ত অসুখে ভুগছেন রজনীকান্ত ৷ তাই নাকি তিনি রাজনীতি থেকে নির্বাসন নিয়েছেন ৷ শনিবার এমনটা জানালেন প্রবীণ অভিনেতা ৷ তাঁর ভক্ত, সমর্থকরা বারে বারে এ নিয়ে রজনীকান্তকে প্রশ্ন করেছেন ৷ তাঁর এই রাজনৈতিক সন্ন্যাস মেনে নিতে পারেনি ভক্তকুল ৷ কিন্তু কিংবদন্তি অভিনেতা খোলাখুলি জানালেন, কিডনির অসুখ আর চিকিৎসকের পরামর্শ তাঁকে বাধ্য করেছে রাজনীতি থেকে বেরিয়ে আসতে, চিরকালের জন্য ৷
2020 সালের ডিসেম্বর মাস ৷ তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে থালাইভা তাঁর দলের সূচনা করবেন বলে একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল ৷ কিন্তু শেষ মূূহূর্তে তিনি ঘোষণা করলেন, এটা হবে না ৷ এই খবর শুধুমাত্র তাঁর ভক্তদেরই নিরাশ করেনি, বিরোধী বিজেপি শিবিরও হতাশ হয়েছিল ৷ তারা চেয়েছিল কোনও ভাবে এই মহাতারকাকে কাজে লাগিয়ে তামিলভূমে ভারতে নিজেদের প্রসার ঘটাতে ৷ কারণ, রজনীকান্তও দক্ষিণপন্থায় বিশ্বাসী বলে নিজের পরিচয় দিতেন ৷