পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Cafe Wall: বড় পর্দায় এবার মাইথোলজিক্যাল থ্রিলারে রজতাভ, করবেন সিরিয়াল কিলিংয়ের তদন্ত - ফের তদন্তে শামিল রজতাভ

এবার সিরিয়াল কিলিংয়ের তদন্তে রজতাভ দত্ত ৷ আসছে নতুন মাইথোলজিক্যাল থ্রিলার 'ক্যাফে ওয়াল' ৷ রজতাভ ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে একাধিক চেনা মুখকে ৷

New Filmn Cafe Wall
আসছে নতুন ছবি ক্যাফে ওয়াল

By

Published : Aug 7, 2023, 5:52 PM IST

কলকাতা, 7 অগস্ট:শহরে একের পর এক খুন । আতঙ্কে শহরবাসী । তদন্ত চলছে । এই নিয়েই আসছে আরও এক নতুন থ্রিলার । ছবির নাম 'ক্যাফে ওয়াল'। রহস্য রোমাঞ্চ ধর্মী ছবি ভালোবাসে বাঙালি। আর তাই বারবার ঘুরে ফিরে বাংলা ছবিতে আসে থ্রিলারধর্মী কাহিনি । এমনই আরও একটি আসতে চলেছে বড় পর্দায় । ছবির নাম 'ক্যাফে ওয়াল'। রজতাভ দত্ত থেকে আরিয়ান ভৌমিকের মতো অনেক চেনা মুখই রয়েছেন ছবিতে ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, শহরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে । চলেছে একের পর এক খুন । পুলিশের উচ্চপদস্থ কর্তারাও খুনের কোনও কুল কিনারা করতে পারছেন না । শহরবাসী ভয়ে তটস্থ । এবার কে হবে ঘাতকের নতুন শিকার? সেই ভাবনাতেই ঘুম উড়েছে সকলের ৷ সন্ধের পর বেরোতে ভয় পাচ্ছে শহরবাসী ।

এত এত খুনের কিনারা করতে ডাক পড়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিস্টার ব্যানার্জীর ৷ এই চরিত্রেই রয়েছেন রজতাভ দত্ত ৷ এর আগেও 'ব্যাধ' কিংবা 'ইনসপেক্টর নলিনীকান্ত'-র মতো সিরিজে তিনি রহস্যসন্ধানীর ভূমিকায় অভিনয় করেছেন ৷ এবারও তাঁকে ছুটতে হবে রহস্যের পিছনে ৷ খুনের সূত্র ধরতে মিস্টার ব্যানার্জীকে পৌঁছতে হয় পাহাড়ে অনন্যা (রূপসা চট্টোপাধ্যায়)র বাড়িতে। এবার দেখার বিষয় যে খুনি ধরা পড়ল কীভাবে? জানা গিয়েছে, এই সিনেমার আরও একটি বৈশিষ্ট্য হল এটি একটি 'মাইথোলজিক্যাল থ্রিলার'। টলিউডে সম্ভবত এই প্রথম এই ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে ।

ক্যাফে ওয়াল ছবির পোস্টার

আরও পড়ুন:100 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ড এবার 'করনটাস্টিক'

শুভঙ্কর দাশগুপ্তের প্রযোজনায় এবং অরুদীপ্ত দাশগুপ্তের পরিচালনায় আসতে চলেছে 'ক্যাফে ওয়াল'। ছবিটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, আরিয়ান ভৌমিক, রূপসা চট্টোপাধ্যায়, দেবরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, দীপক হালদার, সুব্রত গুহ রায়, শুভঙ্কর দাশগুপ্ত প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে রয়েছে 'ডান্স বাংলা ডান্স'- খ্যাত শিশু শিল্পী বিলাসবাবু । খুব শীঘ্রই মুক্তি পাবে 'ক্যাফে ওয়াল' ।

ABOUT THE AUTHOR

...view details