পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rajatava Dutta New Film: 'কোহিনূর' নিয়ে জমবে লড়াই, গুরুত্বপূর্ণ চরিত্রে রজতাভ - কল্পবিজ্ঞানের ছবি কোহিনূর

আসছে নতুন ছবি 'কোহিনূর- দ্য বিগিনিং আফটার দ্য এন্ড' ৷ সৌরভ দাস পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণে চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ৷

Rajatava Dutta New Film
আসছে নতুন ছবি কোহিনূর

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 12:21 PM IST

কলকাতা, 23 অগস্ট:মুক্তির অপেক্ষায় রজতাভ দত্ত অভিনীত এবং সৌরভ দাস পরিচালিত কল্পবিজ্ঞানের ছবি ‘কোহিনূর’। এই ছবিতে উঠে আসতে চলেছে 2060 সালের প্রেক্ষাপট ৷ তবে ছবিতে রজতাভর চরিত্রটি আপাতত আড়ালেই রাখতে চাইছেন নির্মাতারা । ইতিমধ্যেই সামনে এসেছে ছবির চরিত্রদের লুক । রহস্য, রোমাঞ্চ, অ্যাকশন, নাটক এবং প্রেমের মেলবন্ধনে তৈরি হয়েছে 'কোহিনূর- দ্য বিগিনিং আফটার দ্য এন্ড'-এর গল্প ।

ছবি নিয়ে কথা বলতে গিয়ে রজতাভ বলেন, "সায়েন্স ফিকশন বিষয়টাই ছবির জন্য় বেশ জটিল ৷ কারণ এর জন্য ভীষণ ভালো টেকিন্য়াল আর অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন ৷ কোহিনূর-এর পুরো দল যে সেই ঝুঁকিটা নিয়েছে এটাই অকল্পনীয় ৷...আশা করছি সকলের ভালো লাগবে এই ছবি ৷ সবাই মজা পাবেন ৷" যদিও চরিত্র নিয়ে মুখ খোলেননি তিনি ৷

প্রথম পর্বেই এই কাহিনি শেষ হবে না ৷ থাকছে আরও একটি অংশ ৷ কোহিনূর হীরের ওপর ভিত্তি করেই তৈরি এই কাহিনি ৷ তবে এই ছবির প্রেক্ষাপট 2060 সাল ৷ গল্পের দিকে তাকালে জানা যায়, আরভ একটি বেসরকারি সামরিক কোম্পানি আউটল-এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে । নিজের জীবনের তোয়াক্কা না করেই সে বিভিন্ন মারাত্মক মিশনে ঝাঁপিয়ে পড়ে । এহেন আরভকে বিআরও (ব্রিটিশ রিসার্চ অর্গানাইজেশন) তে রাখা কোহিনূরের নিরাপত্তার কাজে নিযুক্ত করে জেনারেল আদিত্য । এই হীরাটির জন্য় এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হতে দেখে তার সন্দেহ হয় ।

তার সন্দেহ আরও স্পষ্ট হয় যখন রাতে সে কোহিনূরটি পাহাড়া দিচ্ছিল ৷ সে দেখে এই হীরাটি চুরি করে নিয়ে যাচ্ছে অন্য গ্রহের এক তরুণী ৷ স্বাভাবিকভাবেই তাকে অনুসরণ করে আরভ ৷ আর সেই সূত্র ধরেই সে পৌঁছে যায় অন্য এক জগতে ৷ সেখানে সে দেখা করে এই জগতের রানির সঙ্গেও ৷ রানি আরভকে জানায় এই হীরার বিপুল ক্ষমতা ৷ পৃথিবীতে অনেক ভুল পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে এটিকে ৷ তারা সেই কারণেই এভাবে এটিকে তাদের জগতে ফিরিয়ে আনা হয়েছে ৷

আরও পড়ুন:'অভিনেত্রীর ছেলে বলেই কাজ পাব এমনটা নয়', নেপোটিজম প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য নবাগত শৃষের

আরভ কিন্তু রানির কথা বিশ্বাস করে না ৷ সে কোহিনূর তাঁর দেশে ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর ৷ শেষপর্যন্ত যখন হীরা নিয়ে সে পৃথিবীতে ফেরার রাস্তা খুঁজছে সে দেখতে পায় জেনারেল আদিত্য আসছে এই জগতকে দখল করতে ৷ শুরু হয় মারাত্মক যুদ্ধ ৷ এরপরের কাহিনি জানা যাবে ছবির দ্বিতীয় অধ্যায়ে ৷

ABOUT THE AUTHOR

...view details