পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rajatava And Kharaj: ‘ডাল বাটি চুরমা' ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত হাসানোর গ্যারান্টি খরাজ-রজতাভর - Rajatava And Kharaj on Daal Baati Churma Chachhori

হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’তে জুটি বাঁধছেন রজতাভ এবং খরাজ ৷ তাঁদের রসায়ন রীতিমতো গুরুত্বপূর্ণ ছবির জন্য় ৷ চরিত্র নিয়ে মুখ খুললেন তাঁরা (Rajatava And Kharaj on Their New Film )৷

Etv Bharat
হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’তে জুটি বাঁধছেন রজতাভ এবং খরাজ

By

Published : Jan 21, 2023, 7:02 PM IST

হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’তে জুটি বাঁধছেন রজতাভ এবং খরাজ

কলকাতা, 21 জানুয়ারি: বেশ অনেকদিন পর ছবি বানালেন পরিচালক হরনাথ চক্রবর্তী । ছবির নাম 'ডাল বাটি চুরমা (চচ্চড়ি)' (New Film Daal Baati Churma Chachhori)। ছবিতে এক রাজস্থানি যুবকের ভূমিকায় দেখা যাবে বনিকে । আর উত্তর কলকাতার এক মেয়ের চরিত্রে অভিনয় করবন কৌশানি । ‘শুভ বিজয়া’, ‘অন্তর্জাল’, ‘রাতের শহর’ সিনেমার পর এবার ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’তে জুটি বাঁধছেন এই প্রেমিক যুগল । ছবিতে দু'জনের কেমেস্ট্রি যেমন রয়েছে, তেমনই রয়েছে খরাজ-রজতাভ জুটির রসায়ন । বাস্তবজীবনেও তাঁরা অভিন্নহৃদয় বন্ধু। দীর্ঘকাল একসঙ্গে থিয়েটার করেছেন । তারপর একের পর এক কমার্শিয়াল ছবিতে অভিনয় । আর এবারও এই কেমেস্ট্রিকে বাদ দিলে নাকি ছবিটাই হত না, এমনটাই দাবি ছবির প্রযোজক তথা নায়ক-নায়িকা বনি এবং কৌশানির ।

'বিকে এন্টারটেনমেন্ট' প্রযোজিত হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় অভিনয় করেছেন কৌশানির বাবার চরিত্রে । চরিত্রগত দিক থেকে সে বেজায় কিপটে । মেয়েকে ফিশ-ফ্রাই খাওয়াব বলার পর দামের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলে ৷ ফিশ-ফ্রাই হয়ে যায় ভেজিটেবল চপ। ওদিকে বনির বাবার চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। সে হঠাৎ হঠাৎ রেগে যায় । এক সময়ে খরাজ এবং রজতাভ দু'জনেই ভাল বন্ধু ছিল। এরপর হঠাতই দুই পরিবারের মধ্যে বিরোধ । কিন্তু তা কোনও গুরুত্বপূর্ণ কারণে নয় (Rajatava And Kharaj on Their New Film)।

রজতাভ অর্থাৎ ছবির ঝুমর সিং চৌহান অনেকদিন কলকাতায় থাকার দরুণ ভালো বাংলা বলে । বরং মাঝেমাঝে সে মারোয়ারি ভাষাটাই গণ্ডগোল করে ফেলে ৷ বাংলা সংস্কৃতিকে সে ভালোবাসে । সাক্ষাৎকারে রজতাভ দত্তর অকপট স্বীকারোক্তি, "আমি খরাজের চরিত্রটা চেয়েছিলাম । কেননা আমার হিন্দিটা ভালো না । কিন্তু হরদা আমাকে দিলেন না । বললেন বেশি হিন্দি বলতে হবে না । কিন্তু অনেকটাই বলতে হল। ওদিকে খরাজ হিন্দিটা দারুণ পারে । ও নিজেও নিল না চরিত্রটা । যাই হোক, করে তো ফেললাম । এই ভাষার দিকটা নিয়ে অনেক ঘটনা আছে । যারা আমাকে শেখানোর দায়িত্ব নিয়েছিল তারা বকাঝকাও খেয়েছে আমার কাছে । তাও ধৈর্যচ্যুত না-হয়ে আমাকে দিয়ে করিয়ে নিয়েছে । সেগুলো মনে থাকবে চিরকাল ।"

খরাজ মুখোপাধ্যায় বলেন, "আমি এখানে মেয়ের বাবার চরিত্রে । আমি ভীষণরকম বাঙালি । অবাঙালিকেও ভালোবাসি না তা নয় । তবে, এক অবাঙালি বন্ধুর সঙ্গে এক বিশেষ কারণে সম্পর্ক খারাপ হওয়ার দরুণ অবাঙালি জাতটাকেই আর সহ্য করতে পারি না ।"

ছবির শুরু থেকে শেষপর্যন্ত মজার খোরাক রয়েছে । এই ছবিতে যা যা করেছেন তা বহুদিন বহু ছবিতে করেননি বলে দাবি দু'জনের । রজতাভ বলেন, "মনের আনন্দে কাজ করেছি । পদ্মনাভর চিত্রনাট্য অসাধারণ । আমরাও এর মধ্যে নিজেদের ইনপুট দিয়েছি । ফলে যেটা হয়েছে সেটা অসামান্য । বনি-কৌশানির প্রযোজনার প্রথম ছবি । খুব ভালো ওরা। হরনাথদার সঙ্গে বহুদিন ধরে কাজ করছি । হি ইজ আ মাস্টার মেকার । তারপর এতদিন বাদে হরদা একদম আধুনিক ভাবধারার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে ছবিটা গেঁথেছেন ৷ সেটা দারুণ লেগেছে ।"

আরও পড়ুন:একঝাঁক তারকা নিয়ে জট খুলতে আসছেন নয়া গোয়েন্দা অবনী সেন

রন্ধনে পটু খরাজ মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় ডাল বাটি চুরমা (চচ্চড়ির) রেসিপি কি তিনি জেনেছেন ? অভিনেতা বলেন, "এটা একটা রাজস্থানি খাবার । আমাদের খাইয়েছে বনি-কৌশানি । তবে, রেসিপিটা আমার জানা হয়নি। বেশ ভালো খেতে। ওখানকার স্পেশাল ঘি-এ ভাজা মিষ্টি, মেওয়া কচুরি, পেঁয়াজ কচুরিও দারুণ সুস্বাদু । সব খেয়েছি কয়েকটা দিন ।" চলতি বছরের 17 ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details