পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

India at Cannes : রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে কানের রেড কার্পেটে ঐতিহাসিক সূচনা ভারতের - রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে কানের রেড কার্পেটে ঐতিহাসিক সূচনা ভারতের

মঙ্গলবার দেশের হয়ে কানের রেড কার্পেটে প্রথম হেঁটে ইতিহাস গড়লেন রাজস্থানের লোকসঙ্গীত শিল্পী মামে খান (Rajasthani singer Mame Khan becomes first folk artist to open Cannes Red Carpet for India) ৷ এই প্রথম কোনও লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে অভিজাত এই চলচ্চিত্র উৎসবে পথ চলা শুরু হল ভারতের ৷

India at Cannes 2022
রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে কানের রেড কার্পেটে ঐতিহাসিক সূচনা ভারতের

By

Published : May 18, 2022, 7:35 AM IST

Updated : May 18, 2022, 4:56 PM IST

কান (ফ্রান্স), 18 মে : কোভিডের নাগপাশ কাটিয়ে তিন বছর পর চেনা ছন্দে কান চলচ্চিত্র উৎসব ৷ মহাপ্রত্যাবর্তনে জিন-লুক গডার্ডের দেশে মর্যাদার এই সিনেমা উৎসবে বিশেষ নজর রয়েছে ভারতের দিকে ৷ কারণ 'কান্ট্রি অফ অনার' হিসেবে এবার কানে অংশগ্রহণ করছে ভারত ৷ আর মঙ্গলবার দেশের হয়ে কানের রেড কার্পেটে প্রথম হেঁটে ইতিহাস গড়লেন রাজস্থানের লোকসঙ্গীত শিল্পী মামে খান (Rajasthani singer Mame Khan becomes first folk artist to open Cannes Red Carpet for India) ৷

এই প্রথম কোনও লোকসঙ্গীত শিল্পীর হাত ধরে অভিজাত এই চলচ্চিত্র উৎসবে পথ চলা শুরু হল ভারতের ৷ মামে খান নামটার সঙ্গে খুব একটা পরিচিত না-ও হতে পারেন সিনে অনুরাগীরা ৷ তবে ফারহান খান, হৃত্বিক রোশন অভিনীত 'লাক বাই চান্স' ছবির 'বাওরে' গানটি যে কোনও সময় কোমর দোলাতে বাধ্য অনুরাগীদের ৷ গানটির নেপথ্য কন্ঠ যাঁর, সেই মামে খানই কানের রেড কার্পেটে ভারতের হয়ে ঐতিহাসিক সূচনা করলেন মঙ্গলবার ৷

'লাক বাই চান্স' পরবর্তীতে 'নো ওয়ান কিলড জেসিকা', 'সোনচিড়িয়া'-র মত ছবিতেও কণ্ঠ দিয়েছেন মামে ৷ পাশাপাশি কোক স্টুডিও প্ল্যাটফর্মে মিউজিক কম্পোজার অমিত ত্রিবেদীর সঙ্গে তাঁর যুগলবন্দিতে বুঁদ হয়েছিলেন সঙ্গীতপ্রেমীরা ৷ রাজস্থানের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গোলাপি কুর্তার এবং এমব্রয়েডারি করা কোটে কানের রেড কার্পেটে এদিন হাজির হন মামে খান ৷

কান চলচিত্র উৎসবে অনুরাগ ঠাকুর, প্রসূন জোশী, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং শেখর কাপুর

আরও পড়ুন : কান চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হবে এই ছ'টি ভারতীয় ছবি

বুধবার 75তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্যাভিলিয়নের সূচনা করবেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তার আগে মঙ্গলবার কানের রেড কার্পেটে হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এছাড়া দেশের আঞ্চলিক সিনেমার প্রতিনিধি হিসেবে মঙ্গলবার কানের রেড কার্পেটে মামে খানের পদাঙ্ক অনুসরণ করেন শেখর কাপুর, পূজা হেগড়ে, নওয়াজঊদ্দিন সিদ্দিকী, তামান্না ভাটিয়া, আর মাধবন, এআর রহমান, প্রসূন যোশী, বাণী ত্রিপাঠী এবং রিকি কেজ ৷

Last Updated : May 18, 2022, 4:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details