কলকাতা, 10 জুন:পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখনীতে পরিচালক রাজা চন্দ বানালেন তাঁর নতুন বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট' । শুক্রবার সামনে এসেছে এই ছবির পোস্টার ৷ পোস্টারে রয়েছেন আবির চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং নায়িকা লহমা ভট্টাচার্য ৷ তিনজনকেই দেখা গিয়েছে বিয়ের পোশাকে ৷ আবির-পরমের পরনে রয়েছে ধুতি এবং পঞ্জাবি ৷ চোখে চশমা, মুখে মোটাসোটা গোঁফ, মাথায় টোপর এবং গলায় মালা মিলিয়ে পরমের গোবেচারা লুকটি রীতিমতো নজর কেড়েছে ৷ নজর কেড়েছে আবিরের অবতারও ৷ এবার ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক রাজা চন্দ ৷
ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয় 'বিয়ে বিভ্রাট' কি ত্রিকোণ প্রেমের ছবি? তিনি বলেন, "শুধু ত্রিকোণ প্রেম নয় । এই ছবিতে প্রেম কোনে কোনে ছুটছে। কোনায় কোনায় প্রেম রয়েছে। ছবির শুটিং হয়েছে কলকাতায়।" ছবিতে লহমা ভট্টাচার্য রয়েছেন নায়িকার ভূমিকায় । তাঁর লুকও বেশ নজর কেড়েছে ৷ কনের সাজে লাল টুকটুকে বেনারসি শাড়িতে ক্যামেরাের সামনে এসেছেন তিনি ৷ এই চরিত্রের জন্য কি এরকম নতুন মুখই খুঁজেছিলেন? রাজা চন্দ বলেন, "যাকে দেখলে মিষ্টি মনে হবে কিন্তু ভিতরে একটা আগ্নেয়গিরি আছে সেরকম একজনকে খুঁজছিলাম এই চরিত্রের জন্য। লহমা তেমনই একজন। তাই নেওয়া ।"