কলকাতা, 3 জুলাই: পরিচালক রাজা চন্দের জন্মদিনেই সামনে এল তাঁর নতুন ছবি 'বিয়ে বিভ্রাট'-এর ট্রেলার ৷ বলাই যায় এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন চট্টোপাধ্য়ায় স্কোয়ার ৷ আবির এবং পরমব্রত আরও একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে এই ছবিতে ৷ এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের 'বাইশে শ্রাবণ', 'শাহজাহান রিজেন্সি', কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বাস্তু শাপ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি ৷ আর এবার রাজা চন্দের ছবি ফের তাঁদের বেঁধে দিল এক সুতোয় ৷
ছবির ট্রেলার নিয়ে কথা বলতে গিয়ে একটি ভিডিয়ো বার্তায় পরমব্রত বলেন, "হই হই মজার একটি ছবি ৷ আশা করি ছবির ট্রেলারটি এবং ছবিটি সকলের ভালো লাগবে ৷" পাশাপাশি কয়েকদিন আগেই এই ছবির প্রযোজনা সংস্থা রোড শো ফিল্মসের পক্ষ থেকে মুক্তি পেয়েছে 'শহরের উষ্ণতম দিনে' ছবিটি ৷ সেই ছবিটিও ভীষণ ভালোবাসা পেয়েছে অনুরাগীদের কাছে ৷ সেই কারণেও এদিন সকলকে ধন্য়বাদ দেন পরম ৷
ছবিতে আবিরের চরিত্রের নাম এখানে শাক্য সে একজন ইউটিউবার ৷ বিয়ের জন্য় মেয়ে খুঁজতে গিয়েই তার আলাপ মোহরের সঙ্গে ৷ এই চরিত্রে রয়েছেন লহমা ভট্টাচার্য ৷ অন্যদিকে চন্দ্রমৌলি হাজরা অর্থাৎ পরমব্রত হল মোহরের গানের শিক্ষক ৷ সেও ভালোবাসে মোহরকে ৷ এখন আবির আর পরমের মধ্য়ে কে পাবে মোহরকে সেটাই দেখার এই ছবিতে ৷ কার্যত ত্রিকোন প্রেমের এক রোম্যান্টিক কমেডি 'বিয়ে বিভ্রাট' ৷ ছবির মূল থিম বিয়ে ৷ আর সেই বিয়ে ঘিরে কী কী বিভ্রাট তৈরি হয় সেটাই হল মূল গল্প ৷
আরও পড়ুন:ওয়েব থেকে ডাক না পাওয়ায় ক্ষোভের সুর সায়ন্তনীর কণ্ঠে
আগামী 14 জুলাই মুক্তি পেতে চলেছে 'বিয়ে বিভ্রাট' ৷ আবির চট্টোপাধ্য়ায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিতে দেখা যাবে সুদীপা বসুকেও ৷ অভিনয়ের পাশাপাশি এই ছবির গল্পও লিখেছেন পরমব্রত ৷ তবে প্রেম, রেশারেশির পাশাপাশি রয়েছে বন্ধুত্বও ৷ আর রয়েছে নির্মল হাসি ৷ কারণ হাজার হোক একই পাত্রীকে দড়ি টানাটানি জড়িয়ে পড়েছেন পর্দার দুই ফেলুদা ৷