হায়দরাবাদ, 18 জুলাই:প্রায়শই কাজের ফাঁকে ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন রাজ-শুভশ্রী ৷ বিশেষত শুভশ্রী তো প্রায়শই তাঁর ছেলের সঙ্গে নানান মজার ভিডিয়ো শেয়ার করেই থাকেন ৷ এবার ফের একবার তাঁকে দেখা গেল খোশমেজাজে ৷ ছেলেকে সঙ্গে নিয়ে ঠিক কোথায় ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি তা অবশ্য় খোলসা করেননি তাঁরা ৷ তবে তিন মূর্তি রিলস আর ছবি এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ বিশেষত ছোট্ট ইউভানের কর্মকাণ্ড দেখে তো বেশ মজা পাচ্ছে নেটপাড়া ৷ মঙ্গলবার সকালেও রাজের হাত ধরে সামনে এল একটি নতুন ভিডিয়ো ৷
সোমবার বাবার সঙ্গে বালুতটে হেঁটে বেড়াতে দেখা গিয়েছিল এই খুদে 'সুপারস্টার'কে ৷ আবার কখনও মায়ের সঙ্গে বসে ক্যামেরার জন্য কেতাবি ঢঙে পোজও দিয়েছিলেন ইউভান ৷ যতই হোক বাঙালি বলে কথা ! খাবার দাবারের ছবিও শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী ৷ পানীয়ের গ্লাস হাতে কীভাবে মেতে উঠেছে গোটা পরিবার তারও একটি ঝলক এদিন শেয়ার করেছিলেন তিনি ৷
মায়ের সঙ্গে পোজ দিতে ব্যস্ত ইউভান আর মঙ্গলবারের ভিডিয়োতে কী কাণ্ড ঘটালেন সোশালের এই খুদে সেনসেশন? এর আগের ছুটিতে হাতির পিঠে চড়ে তাঁর সাফারির ভিডিয়ো বেশ নজর কেড়েছিল অনুরাগীদের ৷ আর মঙ্গলবার সকালে রাজ যে রিলসটি শেয়ার করলেন তাতে ইউভানবাবু মেতে উঠলেন জিরাফ নিয়ে ৷ চিড়িয়াখানায় বেড়ার ওপারে থাকা একটি জিরাফকে নিজে হাতে খাবার খাইয়ে দিলেন জুনিয়র রাজ ৷ সঙ্গে ছিলেন শুভশ্রীও ৷ আর সেই ভিডিয়োই ক্য়ামেরা বন্দি করে সোশালে শেয়ার করেছেন পরিচালক ৷
জিরাফকে খাবার দিচ্ছেন ইউভানবাবু আরও পড়ুন:'গর্ভবতী নই, তাই বিয়ের তাড়া নেই', নেটিজেনের প্রশ্নে জবাব তাপসীর
আগামী দিনে রাজের হাত ধরে ওয়েবে মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন পরিচালক ৷ আগামী 19 জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজের ট্রেলার ৷ ইতিমধ্য়েই টিজার নিয়ে যথেষ্ট হইচই শুরু হয়ে গিয়েছে নানা মহলে ৷ সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকেও ৷