পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raj Chakrabarty Hospitalized: দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রাজ, অবস্থা স্থিতিশীল - দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রাজ

'ইউরিন ইনফেকশন'-এর জের, অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী ৷ অবস্থা আপাতত স্থিতিশীল ৷

Raj Chakrabarty Hospitalized
হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী

By

Published : Apr 18, 2023, 12:15 PM IST

Updated : Apr 19, 2023, 9:00 AM IST

কলকাতা, 18 এপ্রিল:অসুস্থ পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী । 'ইউরিন ইনফেকশন'-এর জেরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । এখন চিকিৎসা চলছে তাঁর । তাঁর অবস্থা আগের তুলনায় ভালো বলেই জানা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই রাজের মতো একজন জনপ্রিয় পরিচালকের হঠাৎ এহেন অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও ৷

প্রচণ্ড গরমে অসুস্থতার হার বাড়ছে প্রতিদিন । একদিকে পরিচালনার কাজ অন্যদিকে বিধায়কের দায়িত্ব- দুই দিকই সমানভাবে সামাল দিতে হচ্ছে রাজ চক্রবর্তীকে । ফলে মানসিক চাপ ঊর্ধমূখী তা বলাই বাহুল্য । তার উপরে এই প্রচণ্ড গরম । এই কারণেই হঠাৎ এই অসুস্থতা বলে জানা গিয়েছে রাজের শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সূত্রে ।

পরিচালকের এই মুহূর্তে শারীরিক অবস্থার কথা জানতে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এখন হাসপাতালের দিকেই যাচ্ছি । ওখানেই ভর্তি আছে রাজ । এখন একটু ভালো আছে । কবে ছুটি দেবে এখনও কিছু জানানো হয়নি । তবে, রাজ ভালো আছে এখন ।" পরিচালনার কাজও রাজনীতির পাশাপাশি সমান গুরুত্বের সঙ্গে করে চলেছেন রাজ ৷ কিছুদিন আগেই তিনি বানিয়েছিলেন 'ধর্মযুদ্ধ'-এর মতো ছবি ৷ যা রীতিমতো প্রশংসা কুড়িয়েছিল দর্শকের দরবারে ৷

আবার সম্প্রতি 'আবার প্রলয়' ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন রাজ । এই ছবিতে নতুন করে উঠে আসবে পুরনো রাজের ঝলক ৷ এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা ৷ তাঁর এই ছবিতে মুখ্য় ভূমিকায় থাকবেন শাশ্বত চট্টোপাধ্য়ায় ৷ অন্যদিকে আবার প্রযোজনার দায়িত্বও রয়েছে রাজের ওপর ৷ তাঁর প্রযোজনাতেই চলছে ধারাবাহিক 'গোধুলি আলাপ' । এই ধারাবাহিকের মাধ্যমেই অনেকদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন কৌশিক সেনের মতো অভিনেতা । রাজ এখন দ্রুত সুস্থ হয়ে আবার কামব্যাক করুন কাজের ময়দানে ৷ সেটাই চাইছেন তাঁর অনুরাগীরা ৷

আরও পড়ুন:আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন গান 'শহরতুতো প্রেম'

Last Updated : Apr 19, 2023, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details