কলকাতা, 21 মার্চ:এবার বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে এগিয়ে এলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং সংগীতজ্ঞ বিক্রম ঘোষ । সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিছু শিশুকে মূল স্রোতে ফেরাতে শহরের এক বেসরকারি স্কুলের এই উদ্যোগের সঙ্গে যোগ দিলেন এই চলচ্চিত্র পরিচালক এবং তবলা শিল্পী ।
শহরের এক বেসরকারি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হল তাদের বার্ষিক অনুষ্ঠান "বদলতি দুনিয়া, ইয়ে ভি আপনি হ্যায়" শীর্ষক 'দ্য লিটল জিনিয়াস শো এবং সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস 2023'। মধুসূদন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে রীতিমতো নজর কাড়ল ছোটদের পারফরম্যান্স । এদের মধ্যে ছিল সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিশুরাও। শুরু হল এই বেসরকারি স্কুলের সঙ্গে বিক্রম ঘোষের অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস-এর পথচলা।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ, কোভিড যোদ্ধা, ডাক্তার থেকে শুরু করে যে সমস্ত মানুষ অতিমারির সময় প্রচুর অবদান রেখেছেন তাঁদেরও পুরষ্কার প্রদান করা হয় । হাজির ছিলেন বিশিষ্ট শিল্পী অলকানন্দা রায়, পণ্ডিত বিক্রম ঘোষ, বিপ্লব রায়, পরিচালক রাজ চক্রবর্তী, সুমন সুদ, দেবযানী মুখোপাধ্যায়, পীযূষ পাণ্ডে ৷ এছাড়া উদ্যোক্তাদের পক্ষ থেকে হাজির ছিলেন বিকাশ কুমার সিং, সুমনা সিং-সহ আরও অনেকে ।
চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিল ছোটরা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এদিন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । এই উদ্যোগের মূল উদ্দেশ্য একটাই আর তা হল, শিশুদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া ৷ পাশাপাশি নানা সামাজিক কার্যকলাপে তাদের জন্য় হাত বাড়িয়ে দিতেই নেওয়া হয়েছে উদ্যোগ । অতিমারি করোনা অনাথ করে দিয়েছে বহু সন্তানকে ৷ কেউ কেউ তো হারিয়েছে বাবা মা দু'জনকেই ৷ করোনায় বাবা-মা হারানো এমনই প্রায় দুশোরও বেশি শিশুদের শিক্ষার ব্যবস্থা করতেই এই আয়োজন । এদিনের অনুষ্ঠানেই এ কথা জানানো হয় উদ্যোক্তাদের তরফে ।
আরও পড়ুন:মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে