মুম্বই, 15 জুন: বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবিতে কাজ করছেন রাইমা সেন ৷ এই খবর এসেছিল আগেই ৷ এবার ছবির শ্য়ুটিং শেষের কিছু ঝলক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন নায়িকা ৷ বৃহস্পতিবার তাঁর ইনস্টা স্টোরিতে বিবেকের এই ছবির কাজ শেষের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে, ছবির অন্য়ান্য় অভিনেতা-অভিনেত্রীদেরও ৷ বিবেক তো রয়েছেনই, ছিলেন পল্লবী যোশী-সহ অন্য়ান্য় টিমের সদস্য়রাও ৷
ভিডিয়োতে পল্লবী এবং অন্যদের সঙ্গে কেক কাটতে দেখা যায় রাইমা সেনকেও ৷ আর ভিডিয়োর সঙ্গেই তিনি লেখেন শ্য়ুটিং শেষ এই ছবির ৷ এর আগে বুধবার তাঁকে নিয়ে সোশালে মিডিয়ায় হাজির হয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি জানান, কলকাতায় গিয়ে তাঁর যখন রাইমার সঙ্গে আলাপ হয় তিনি জানতে চান কেন তিনি হিন্দিতে আরও বেশি কাজ করেন না ৷ রাইমা নাকি তাঁকে বলেছিলেন তাঁকে কেউ হিন্দি ছবিতে সেভাবে সুযোগ দিতে চান না ৷ আর তারপরই এই সুন্দরী নায়িকাকে 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবিতে কাজের সুযোগ দেন বিবেক ৷