পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Vaccine War Shoot Wrap: শেষ 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবির কাজ, সেটের ঝলক শেয়ার করে জানালেন রাইমা - শেষ দ্য ভ্য়াকসিন ওয়ার ছবির কাজ

শেষ হল 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবির শ্য়ুটিংয়ের কাজ ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের জানালেন রাইমা ৷

The Vaccine War Shoot Wrap
শেষ দ্য ভ্য়াকসিন ওয়ার ছবির শ্যুটিং

By

Published : Jun 15, 2023, 5:05 PM IST

মুম্বই, 15 জুন: বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবিতে কাজ করছেন রাইমা সেন ৷ এই খবর এসেছিল আগেই ৷ এবার ছবির শ্য়ুটিং শেষের কিছু ঝলক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন নায়িকা ৷ বৃহস্পতিবার তাঁর ইনস্টা স্টোরিতে বিবেকের এই ছবির কাজ শেষের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে, ছবির অন্য়ান্য় অভিনেতা-অভিনেত্রীদেরও ৷ বিবেক তো রয়েছেনই, ছিলেন পল্লবী যোশী-সহ অন্য়ান্য় টিমের সদস্য়রাও ৷

ভিডিয়োতে পল্লবী এবং অন্যদের সঙ্গে কেক কাটতে দেখা যায় রাইমা সেনকেও ৷ আর ভিডিয়োর সঙ্গেই তিনি লেখেন শ্য়ুটিং শেষ এই ছবির ৷ এর আগে বুধবার তাঁকে নিয়ে সোশালে মিডিয়ায় হাজির হয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি জানান, কলকাতায় গিয়ে তাঁর যখন রাইমার সঙ্গে আলাপ হয় তিনি জানতে চান কেন তিনি হিন্দিতে আরও বেশি কাজ করেন না ৷ রাইমা নাকি তাঁকে বলেছিলেন তাঁকে কেউ হিন্দি ছবিতে সেভাবে সুযোগ দিতে চান না ৷ আর তারপরই এই সুন্দরী নায়িকাকে 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবিতে কাজের সুযোগ দেন বিবেক ৷

বিবেকের এই ছবিতে অভিনয় করবেন নানা পাটেকর, পল্লবী যোশী, অনুপম খের, সপ্তমী গৌড়ার মতো আরও অনেকেই ৷ কোভিডকালে ভ্যাকসিন তৈরির জন্য় ভারতীয় বিজ্ঞানীদের যে লড়াই এবং সারা দেশ যখন একের পর এক মৃত্যু দেখে চলেছে; তখন জীবন বাজি রেখে তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সেই কাহিনিই তুলে ধরবে এই ছবি ৷ যদিও গল্প এখনও সেভাবে সামনে আসেনি ৷

শেষ দ্য ভ্য়াকসিন ওয়ার ছবির শ্য়ুটিং

আরও পড়ুন:বিদায়ের সুর 'মেয়েবেলা'য়, শেষ দিনের শ্যুটিংয়ে ডোডোর ঠাম্মার চোখে জল

চলতি বছরের 15 অগস্ট মুক্তি পেতে পারে এই ছবিটি ৷ এর আগে বিবেক বানিয়েছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ সেই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন কাশ্মীরকে যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে ৷ তবে বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল তাঁর সেই ছবিটি ৷ এবার 'দ্য ভ্য়াকসিন ওয়ার' ছবিটি কতখানি সাফল্য পায় সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details