কলকাতা, 1 জুলাই:মুক্তির পর থেকেই চর্চায় উঠে এসেছে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর টিজার ৷ ক্রাইম ব্রাঞ্চের মারকুটে স্পেশাল অফিসার অনিমেষ দত্তর পর্দায় কামব্যাক নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নেটপাড়া ৷ তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকও বাড়তি নজর কেড়েছে টিজারে ৷ যদিও সেই লুক নিয়ে শুরু হয়েছে বিতর্কও ৷ কারণ অনেকেই বলছেন, 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের সঙ্গে হুবহু মিল রয়েছে ঋত্বিকের নতুন লুকটির ৷ সেখানেও যেভাবে সাজানো হয়েছিল খান্না গুরুজিকে এখানেও প্রায় একই লুক ঋত্বিকের ৷ শুধু নেটপাড়া নয় এমন দাবি করেছেন অভিনেতা রাহুলও ৷
তিনি সম্প্রতি ফেসবুকে লিখেছেন, "যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...ট্রলারদের স্বাগতম ৷" একসময় এই রাজ চক্রবর্তীর হাত ধরেই জুটি হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা জুটি ৷ 'চিরদিনই তুমি যে আমার' ছবির নায়ক হিসাবেই তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাংলায় ৷ আজ সেই পরিচালকের সমালোচনাতেই মুখর হলেন রাহুল ৷ আর তা নিয়েই নেটমহলে শুরু হয়েছে গুঞ্জন ৷