কলকাতা, 4 এপ্রিল :কয়েকদিন আগে বেসরকারি চ্যানেলের একটি বিতর্ক সভায় এফএমের জনপ্রিয় আর-জে অয়ন্তিকা চক্রবর্তীর বক্তব্য় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবী মহলের অনেকেই বিষয়টি মুখ খুলতে শুরু করেছেন ৷ মূলত এই চ্যানেলে বাংলা মিডিয়ামে পড়াশোনার বিষয়টিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন এই জনপ্রিয় আর-জে ৷ তিনি বলেন, 'আজকে যদি বেঙ্গলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে ? সবার কী মনে হয় ?... বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি যেতে পারবেন ? আমার তো মনে হয় পারবে না ৷"
একই সঙ্গে নিজের বক্তব্যে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর মতে এই শিক্ষাব্যবস্থা পড়ুয়াদের ক্লার্ক বানানোর চেষ্টায় রত ৷ অয়ন্তিকার এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অয়ন্তিকাকে এই নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন রাহুল (Rahul Banerjee Open Letter to RJ Ayantika ) ৷ তিনি লেখেন, "অয়ন্তিকা, আমি তোমার সঙ্গে একমত, বাংলা মিডিয়াম থেকে কেউ সফল হয় না ৷ তাতে কী যে আবির, অনির্বাণ, ঋত্বিক বাংলা মিডিয়ামের ছাত্র ? ওরা কি আর তোমার মতো সফল বলো ? একদিন না আমার সামনে এসো, এই নাকতলা হাইস্কুলের নিপাট বাংলা মিডিয়াম তোমার সঙ্গে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করব, অবশ্যই যদি তুমি অনুমতি দাও, কারণ আলোচনা তো সমানে সমানে হয় ৷"