পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rahul Banerjee on Ayantika : বাংলা মিডিয়াম নিয়ে আর-জে অয়ন্তিকার মন্তব্যকে খোলা চ্যালেঞ্জ রাহুলের - Rahul Banerjee on Ayantika

বেঙ্গলি মিডিয়াম নিয়ে আর জে অয়ন্তিকার করা বক্তব্যের পর এবার তাঁকে খোলা চিঠি দিয়ে আলোচনার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee Open Letter to RJ Ayantika ) ৷

Rahul Banerjee News
বেঙ্গলি মিডিয়াম নিয়ে আরজে অয়ন্তিকার মন্তব্যকে খোলা চ্যালেঞ্জ রাহুলের

By

Published : Apr 5, 2022, 10:36 AM IST

কলকাতা, 4 এপ্রিল :কয়েকদিন আগে বেসরকারি চ্যানেলের একটি বিতর্ক সভায় এফএমের জনপ্রিয় আর-জে অয়ন্তিকা চক্রবর্তীর বক্তব্য় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবী মহলের অনেকেই বিষয়টি মুখ খুলতে শুরু করেছেন ৷ মূলত এই চ্যানেলে বাংলা মিডিয়ামে পড়াশোনার বিষয়টিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন এই জনপ্রিয় আর-জে ৷ তিনি বলেন, 'আজকে যদি বেঙ্গলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে ? সবার কী মনে হয় ?... বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি যেতে পারবেন ? আমার তো মনে হয় পারবে না ৷"

একই সঙ্গে নিজের বক্তব্যে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর মতে এই শিক্ষাব্যবস্থা পড়ুয়াদের ক্লার্ক বানানোর চেষ্টায় রত ৷ অয়ন্তিকার এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অয়ন্তিকাকে এই নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন রাহুল (Rahul Banerjee Open Letter to RJ Ayantika ) ৷ তিনি লেখেন, "অয়ন্তিকা, আমি তোমার সঙ্গে একমত, বাংলা মিডিয়াম থেকে কেউ সফল হয় না ৷ তাতে কী যে আবির, অনির্বাণ, ঋত্বিক বাংলা মিডিয়ামের ছাত্র ? ওরা কি আর তোমার মতো সফল বলো ? একদিন না আমার সামনে এসো, এই নাকতলা হাইস্কুলের নিপাট বাংলা মিডিয়াম তোমার সঙ্গে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করব, অবশ্যই যদি তুমি অনুমতি দাও, কারণ আলোচনা তো সমানে সমানে হয় ৷"

আরও পড়ুন : আমার হারাবার কিছু নেই, মন্তব্য অভিনেতা নাইজেল আকারার

এখানেই থামেননি রাহুল ৷ নিজের লেখায় রেডিওর আরেক জনপ্রিয় আরজে, অভিনেতা তথা কমিডিয়ান মীরের কথাও উল্লেখ করেছেন তিনি ৷ তিনি লেখেন, "আর আমি তো তোমার সাফল্যের দূর দূরান্ত অবধি আসতে পারব না (যদিও তুমি একাধিক ব্যর্থ ছবির ব্যর্থতর অভিনেত্রী, একটা ছবির নায়ক আমি ছিলাম যাতে তুমি প্রিয়াঙ্কার বোনের ভূমিকায় অভিনয় করেছিলে... মনে পড়ে ?) কিন্তু তুমি ভালো আর-জে, এটা নিয়ে আমার এতদিন অন্তত সংশয় ছিল না ৷ আমার আশ্চর্য লাগছে তুমি এমন একজন লোকের স্টেশন রিপ্রেসেন্ট করতে সে লেজেন্ড, কারণ তিনি সবকটা ভাষাকে সমান সম্মান দেন ৷ এখনও সময় আছে, তাঁর সঙ্গে মিশে দেখতে পার ৷ তাঁর নাম মীর ! আর হ্যাঁ একটু পড়াশোনা করে দেখ, ভালো থাকবে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details