হায়দরাবাদ, 18 এপ্রিল: অভিনেতা তথা নৃত্যশিল্পী রাঘব জুয়াল এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর প্রচার নিয়ে ৷ এই প্রথমবার সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই অভিনেতা ৷ অন্যদিকে আবার এই ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিলও ৷ সলমনের এই ছবির ট্রেলার মুক্তির দিনেই প্রথমবার শেহনাজ-রাঘবের প্রেম নিয়ে জল্পনার সূত্রপাত হয় ৷ সলমন এই শোয়ে শেহনাজকে পরামর্শ দিয়েছিলেন অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে ৷ তারপর থেকেই এই শোয়ে কিছু ইঙ্গিত এমনভাবে সামনে আসে যা নিয়ে শুরু হয় জল্পনার পাহাড় নির্মাণ ৷
এবার এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাঘব ৷ তিনি তাঁর সঙ্গে শেহনাজের সম্পর্কের বিষয়টিতে পুরোপুরি জল ঢেলে লিখেছেন, "ইন্টারনেটে ছড়িয়ে পড়া এইসব গুজব আমার কাছে পৌঁছয় না ৷ আমি জানি না এগুলো সত্য়ি না কি মিথ্যা ৷ কারণ নিজে চোখে না দেখে কোনও কথা বিশ্বাস করি না ৷" তিনি এদিন এও পরিষ্কার করে জানান যে, তাঁর কাজই তাঁর হয়ে কথা বলবে ৷