পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raghav Juyal on Shehnaaz: 'আমি ছবি করতে এসেছি...', শেহনাজের সঙ্গে জল্পনা নিয়ে সরব রাঘব

শেহনাজ গিলের সঙ্গে রসায়ন নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা নৃত্যশিল্পী রাঘব জুয়াল ৷ সমস্ত জল্পনায় জল ঢেলে তিনি জানালেন, কাজের বাইরে দেওয়ার মতো সময় তাঁর হাতে নেই ৷

Raghav Juyal on Shehnaaz
শেহনাজের সঙ্গে রসায়ন নিয়ে মুখ খুললেন রাঘব জুয়াল

By

Published : Apr 18, 2023, 3:56 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: অভিনেতা তথা নৃত্যশিল্পী রাঘব জুয়াল এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর প্রচার নিয়ে ৷ এই প্রথমবার সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই অভিনেতা ৷ অন্যদিকে আবার এই ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিলও ৷ সলমনের এই ছবির ট্রেলার মুক্তির দিনেই প্রথমবার শেহনাজ-রাঘবের প্রেম নিয়ে জল্পনার সূত্রপাত হয় ৷ সলমন এই শোয়ে শেহনাজকে পরামর্শ দিয়েছিলেন অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে ৷ তারপর থেকেই এই শোয়ে কিছু ইঙ্গিত এমনভাবে সামনে আসে যা নিয়ে শুরু হয় জল্পনার পাহাড় নির্মাণ ৷

এবার এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাঘব ৷ তিনি তাঁর সঙ্গে শেহনাজের সম্পর্কের বিষয়টিতে পুরোপুরি জল ঢেলে লিখেছেন, "ইন্টারনেটে ছড়িয়ে পড়া এইসব গুজব আমার কাছে পৌঁছয় না ৷ আমি জানি না এগুলো সত্য়ি না কি মিথ্যা ৷ কারণ নিজে চোখে না দেখে কোনও কথা বিশ্বাস করি না ৷" তিনি এদিন এও পরিষ্কার করে জানান যে, তাঁর কাজই তাঁর হয়ে কথা বলবে ৷

তিনি বলেন, "আমি এখানে ছবি করতে এসেছি এবং আমি চাই লোকে আমাকে একজন অভিনেতা, একজন নৃত্যশিল্পী এবং একজন সঞ্চালক হিসাবেই মনে রাখুক ৷ শুধু আমার কাজই আমার হয়ে কথা বলুক ৷ বাকি এই সমস্ত বিষয় (ডেটিং নিয়ে জল্পনা) নিয়ে আমার কাছে সময় নেই ৷ কাজ ছাড়া সম্পর্ক তৈরি বা অন্যকিছুর জন্য় আমার কাছে সময় নেই ৷ এখন আমি প্রতিদিন ডবল শিফট কাজ করি তাই আমার কাছে এখন সময় নেই কেরিয়ার ছাড়া অন্যকিছু নিয়ে ভাবার ৷ "

ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 21 এপ্রিল ৷ 'কিসি কা ভাই কিসি কি জান'-এ সলমন, রাঘবদের সঙ্গেই অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, ভূমিকা চাওলা, জগপতি বাবুর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন:আথিয়ার সঙ্গে কেক কেটে বার্থ ডে সেলিব্রেশন রাহুলের

ABOUT THE AUTHOR

...view details