হায়দরাবাদ, 13 মে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই রাজনীতিবিদ রাঘব চাঢ্ঢা ও পরিণীতি চোপড়ার রিং সেরেমনি হতে চলেছে ৷ সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে দিল্লির কাপুরথালার বাড়িতে ৷ পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও ৷ ডিজাইনার পোশাক নিয়ে হাজির মণীশ মলহোত্রাও ৷ এই ব্যস্ততার মাঝেও রাঘবকে দেখা গিয়েছে হালকা মুডে ৷ কফি মগে চুমুক দিতে দিতেই করছেন কাজের তদারকি থুড়ি আনন্দ উপভোগ করছেন ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটিজেনরা তো এমনটাই বলছেন ৷
দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে শনিবার সন্ধ্যায় ৷ টিনসেল টাউনের এই লাভবার্ড হতে চলেছেন 'জাবরিয়া জোড়ি' ৷ জানা গিয়েছে, তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন কমবেশি 150 জনের মতো ৷ একমাত্র কাছের পরিবার ও বন্ধুরাই থাকছেন এই অনুষ্ঠানে ৷ সকাল থেকেই তোরজোড় চলছে ৷ শুক্রবার রাতেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল কাপুরথালা বাড়ি ৷ সময় যত এগিয়েছে ততই ভিড়ি জমিয়েছেন ডেকরেটর্স থেকে ক্যাটারাররা ৷ তার মাঝেই ক্যামেরার ধরা দিয়েছেন আপ নেতা রাঘব চাঢ্ঢা ৷ সেই ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় ৷ লাল রঙের কফি মগ হাতে সাদা পাজামা-পাঞ্জাবিতে লেন্সবন্দি হয়েছেন পরিণীতির হবু বর ৷