পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raghav-Parineeti Engagement: চারিপাশে ব্যস্ততা, তার মাঝেই হালকা মেজাজে হবু বর রাঘব, ভাইরাল ভিডিয়ো - রাঘব চাঢ্ঢা ও পরিণীতি চোপড়া রিং সেরেমনি

শনিবার রাঘব চাঢ্ঢা ও পরিণীতি চোপড়া রিং সেরেমনিকে কেন্দ্র করে সেজে উঠেছে দিল্লির কাপুরথালার বাড়ি ৷ সেই ব্যস্তার মঝ্যেই হালকা মেজাজে ধরা দিলেন হবু বর রাঘব ৷

Raghav-Parineeti Engagement
কফি মগে চুমুক দিয়ে হালকা মেজাজে হবু বর রাঘব

By

Published : May 13, 2023, 9:06 PM IST

হায়দরাবাদ, 13 মে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই রাজনীতিবিদ রাঘব চাঢ্ঢা ও পরিণীতি চোপড়ার রিং সেরেমনি হতে চলেছে ৷ সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে দিল্লির কাপুরথালার বাড়িতে ৷ পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও ৷ ডিজাইনার পোশাক নিয়ে হাজির মণীশ মলহোত্রাও ৷ এই ব্যস্ততার মাঝেও রাঘবকে দেখা গিয়েছে হালকা মুডে ৷ কফি মগে চুমুক দিতে দিতেই করছেন কাজের তদারকি থুড়ি আনন্দ উপভোগ করছেন ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটিজেনরা তো এমনটাই বলছেন ৷

দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে শনিবার সন্ধ্যায় ৷ টিনসেল টাউনের এই লাভবার্ড হতে চলেছেন 'জাবরিয়া জোড়ি' ৷ জানা গিয়েছে, তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন কমবেশি 150 জনের মতো ৷ একমাত্র কাছের পরিবার ও বন্ধুরাই থাকছেন এই অনুষ্ঠানে ৷ সকাল থেকেই তোরজোড় চলছে ৷ শুক্রবার রাতেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল কাপুরথালা বাড়ি ৷ সময় যত এগিয়েছে ততই ভিড়ি জমিয়েছেন ডেকরেটর্স থেকে ক্যাটারাররা ৷ তার মাঝেই ক্যামেরার ধরা দিয়েছেন আপ নেতা রাঘব চাঢ্ঢা ৷ সেই ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় ৷ লাল রঙের কফি মগ হাতে সাদা পাজামা-পাঞ্জাবিতে লেন্সবন্দি হয়েছেন পরিণীতির হবু বর ৷

আরও পড়ুন: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের

ইতিমধ্যেই বোনের রিং সেরেমনিতে যোগ গিতে আমেরিকা থেকে উড়ে এসেছেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তবে পিগি চপসের সঙ্গে দেখা যায়নি নিক জোনাসকে ৷ বহু কনের লেহেঙ্গা নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও ৷ সূত্রের খবর, পরিণীতির পছন্দ মতো প্যাস্টেল রঙের লহেঙ্গায় সেজে উঠতে চলেছেন ইশকজাদে অভিনেত্রী ৷

পাশাপাশি, 'দাওয়াত এ ইশ্ক'-কেও থাকছে চমক ৷ ভারতীয় খাবারের সঙ্গে থাকতে চলেছে রকমারি কাবাব ৷ জানা গিয়েছে, পরিণীতির ভাই সাহাজ ও শিবাঙ্গ রয়েছেন ফুড ম্যানেজমেন্টের দায়িত্বে ৷ প্রসঙ্গত, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ পড়াকালীনই একে অপরকে চিনতেন রাঘব-পরিণীতি ৷ বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তা এগিয়েছে প্রণয়ের দিকে ৷ ডিনার ডেট থেকে শুরু করে ক্রিকেটের মাঠে, এই যুগল কেড়ে নিয়েছিলেন সকলের মনোযোগ ৷ এবার সেই প্রেমে শিলমোহর পড়তে চলেছে পরিবারকে সাক্ষী রেখে ৷

ABOUT THE AUTHOR

...view details