কলকাতা, 4 জুলাই: 'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে এখন তিনি সারা বাংলার দিদি । তাঁর হাসিতে নাকি জাদু আছে । সেই জাদুতে লুকিয়ে মন ভালো রাখার মন্ত্র। এমনটাই দাবি অনুরাগীদের ৷ সম্প্রতি 500 পর্ব পার করল 'দিদি নম্বর ওয়ান'। কিন্তু এরই মধ্যে অনুরাগীদের জন্য খানিকটা মন খারাপের কথাও শোনালেন রচনা। বিনোদন দুনিয়ায় পদার্পণ 1993 সালে। বাংলা সহ হিন্দি, তামিল, তেলুগু, ওড়িয়া, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন । এহেন নায়িকাকে আর দেখা যাবে না বড়পর্দায় ৷ কিন্তু কেন? সে কথাই জানালেন ইটিভি ভারতকে।
একটা সময় প্রসেনজিৎ-রচনার জুটি ছিল সুপারহিট ৷ প্রায় 35টি ছবিতে তিনি অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে । 'সূর্যবংশম' ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও । আবার উপেন্দ্র এবং চিরঞ্জীবীর সঙ্গে তিনি অভিনয় করেন দক্ষিণ ভারতীয় ছবিতেও । মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলার পাশাপাশি ওড়িয়া ছবি 'কুরুক্ষেত্র'তে অভিনয় করেন। তাঁর সাম্প্রতিক বাংলা ছবির মধ্যে রয়েছে 'রামধনু' এবং 'বৌদি ডট কম' । এরপরে আর কোনও ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি বিগ বির নায়িকাকে । কেন?