কলকাতা, 3 ডিসেম্বর:‘ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে’ বা ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' উপলক্ষে আশে পাশের এলাকা দূষণমুক্ত রাখার বার্তা দিতে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হল গত শুক্রবার ৷ বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে (Awareness Walk)। আমাদের চারপাশ শুধু যে বায়ু, জল বা শব্দের মাধ্যমে দূষিত হচ্ছে তা নয় । তা দূষিত হচ্ছে মানুষের মানসিকতার কারণেও । তাই সমস্ত দিকেই নজর দেওয়া উচিত বলে মনে করে বি পি পোদ্দার হসপাতাল । পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে হাজির অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও (Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day)।
পরিবেশ দূষণ কমানোর সেরা উপায় বৃক্ষরোপণ । কল্লোলিনী কলকাতায় ক্রমশ কমছে গাছ । বাড়ছে বহুতল আবাসন। বিশ্বজুড়েও বাড়ছে উত্তাপ । গলছে দুই মেরুর বরফ । বিপদ কড়া নাড়ছে দরজায় । বাঁচাতে পারে একমাত্র গাছ । এই পদযাত্রায় তাই সবার হাতে দেওয়া হয় গাছের চারা । কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচতে গাছই হল অক্সিজেনের রক্ষাকবচ । অবশ্য শুধু গাছ লাগিয়েই দূষণ আটকানো সম্ভব নয় । তার জন্য প্রয়োজন সচেতনতা । দরকার নিজস্ব তাগিদ । নিত্যনতুন ভাবনাই পারে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে ।
যেমন নিজের গাড়ি নয়, বাস, ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করা । এতে হর্নের অবিরাম আওয়াজ যেমন কমবে, তেমনই গাড়ির কালো ধোঁয়াতে ভবিষ্যৎ অন্ধকারও হবে না । এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অ্যাসিড আক্রান্ত মানুষও । যাঁরা অবৈধভাবে অ্যাসিড বিক্রির শিকার হয়েছেন । তার প্রভাবে শরীর হয়েছে বিকৃত । এই অপরাধের কোনও ক্ষমা নেই । আগামী দিনে যাতে এ ধরনের অপরাধ কেউ না করেন, সেই বার্তা দেওয়াও ছিল এদিনের আয়োজনের উদ্দেশ্য ।