হায়দরাবাদ, 9 মে: বর্ষবরণের রেশ কাটতে না-কাটতেই হাজির বাঙালির আরও একটি উৎসব রবীন্দ্র জয়ন্তী । এই দিনটিকে ঘিরে আপামর সংস্কৃতিপ্রেমী বাঙালির পরিকল্পনার অন্ত থাকে না । দিকে দিকে আজ কবি প্রণামের তোরজোড় । আর এই রবি ঠাকুরের গান নিয়েই দীর্ঘদিন চর্চা করে চলেছেন গায়িকা তথা চিত্রকর সৌমিতা সাহা । উল্লেখ্য, সৌমিতা ও ফরাসি শিল্পী গ্রেগ সৌজের পরীক্ষামূলক রবীন্দ্র সংগীতের কাজ চলতি বছরের শুরুর দিকে স্থান করে নিয়েছিল ইংল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । এবার সেই অনবদ্য কাজ স্থান পেল ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'সেফালু আন্তর্জতিক চলচ্চিত্র উৎসব'-এ ৷ এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের 16 মে।
ইতালির সিসিলিতে অবস্থিত এই উৎসবে স্থান পেয়েছে বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সাংগীতিক চলচ্চিত্র । বঙ্গতনয়া সৌমিতাও রবীন্দ্র সঙ্গীতে জুটি বাঁধবেন ফরাসি শিল্পী গ্রেগের সঙ্গে। গানটি সাংগীতিক চলচ্চিত্র বিভাগে মনোনিত হওয়ায়, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শিল্পী ভাগ করে নিয়েছেন সেই সুখবর । উল্লেখ্য ফ্রান্সের পইতিয়ার নিবাসী শিল্পী বন্ধু গ্রেগ সৌজের রবীন্দ্র অনুরাগ মুগ্ধ করে সৌমিতাকে । তার পরই পৃথিবীর দুই প্রান্তের দুই সঙ্গীত অনুরাগীর যুগলবন্দিতে প্রকাশ পায় রবি ঠাকুরের গান 'ও যে মানেনা মানা' শীর্ষক গানের মাধ্যমে ।