পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Madhavan Cheers For Vedaant: সাঁতারে রেকর্ড ভাঙল ছেলে, প্রশংসায় ভরালেন মাধবন - R Madhavan Cheers For Vedaant

48তম ন্যাশনাল অ্যাকোয়াটিক চাম্পিয়নশিপে গতিতে নতুন রেকর্ড গড়েছেন ম্যাডি-পুত্র বেদান্ত মাধবন (Vedaant Breaks The National Junior Swimming Record)৷ সাঁতারু পুত্রের এই নয়া কীর্তির পর তাঁকে উৎসাহ যোগালেন বাবাও ৷

R Madhavan Cheers For Vedaant
সাঁতারে রেকর্ড ভাঙল ছেলে, প্রশংসায় ভরালেন মাধবন

By

Published : Jul 18, 2022, 2:05 PM IST

হায়দরাবাদ, 18 জুলাই:অ্যাথলেটিকসে ইতিমধ্যেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করে জুনিয়র বিভাগে একের পর এক রেকর্ড করেছেন আর মাধবন পুত্র বেদান্ত ৷ রবিবারও বেদান্তের একটি ভিডিয়ো শেয়ার করে তাঁকে উৎসাহ দিতে দেখা গেল এই অভিনেতাকে ৷ আসলে 48তম ন্যাশনাল অ্যাকোয়াটিক চাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েছেন বেদান্ত মাধবন ৷ 1500 মিটারের ফ্রি স্টাইল সাঁতারে তাঁর ছেলের এই কৃতিত্ব সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা আর মাধবন ৷

পর্দার ম্যাডি রবিবার যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে ফ্রিস্টাইল সাঁতার কাটতে দেখা গিয়েছে বেদান্তকে ৷ তাঁর এই অনবদ্য পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে স্বর্ণপদক ৷ বেদান্তকে উৎসাহ দিয়ে এদিন মাধবন লেখেন, "কখনও না বলো না... 1500 মিটারে ন্যাশনাল জুনিয়র রেকর্ড ভাঙল ৷" বেদান্ত যে রেকর্ডটি ভেঙেছে তা এর আগে আদ্ভেত পেজের দখলে ৷ 16 মিনিটে 780 মিটার মার্ক ছুঁয়ে এই রেকর্ডটি গড়লেন বেদান্ত ৷

আরও পড়ুন:'টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে শ্রদ্ধা চলে যায়', মন্তব্য তসলিমার

মাধবন এবং বেদান্ত দু'জনেই এখন শুভেচ্ছা কুড়োচ্ছেন নেটপাড়ায় ৷ বেদান্তের এই ভিডিয়ো দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা ৷ অবশ্য় এর আগেও জলে একাধিকবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বেদান্ত ৷ এপ্রিল মাসেই কোপেনহেগেনের দানিশ ওপেনে 800 মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details