পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD RD Burman: 'ও আমার পোলা তোমার চেলা... তুমি ওরে কিছু কও', ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন শচীনকত্তা বলেছিলেন সলিলকে

'দম মারো দম'-এর মতো গান মুক্তি পাওয়ার পর ছেলের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন স্বয়ং শচীন দেব বর্মণও ৷ বন্ধু সলিল চৌধুরীকে অনুরোধও করেছিলেন রাহুলকে একটু বোঝাতে ৷ কারণ রাহুল নাকি তাঁর 'পোলা' আর সলিল চৌধুরীর 'চেলা' ৷

HBD R D Burman
ছেলের গানে বিরক্ত হয়েছিলেন শচীন কত্তা

By

Published : Jun 27, 2023, 10:25 AM IST

কলকাতা, 27 জুন:'মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে...', এ গানের পংক্তির পর সঙ্গীতপ্রেমী বাঙালিকে আর বোধহয় আলাদা করে বলে দেওয়ার দরকার নেই কোন কিংবদন্তিকে নিয়ে আজ কথা বলতে চলেছি আমরা ৷ হ্যাঁ কথা বলতে চলেছি রাহুল দেব বর্মণকে নিয়ে ৷ প্রবাদপ্রতীম সেই সুরকার তথা শিল্পী যিনি বেশি পরিচিত পঞ্চমদা নামেই ৷ বাবা শচীন দেব বর্মণ নিজেও ছিলেন কিংবদন্তি ৷ 'উঁহা কন হ্যায় তেরা' থেকে শুরু করে 'শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি'র মতো একাধিক গান তিনি উপহার দিয়েছিলেন তিনি ৷ যে পঞ্চম একসময় হয়ে উঠবেন বলিউডের প্রাণ একসময় নাকি সেই ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনিও ৷ বন্ধু সলিল চৌধুরীকে নাকি তিনি বলেওছিলেন সেকথা ৷

রাহুল পঞ্চম নামের পিছনেও রয়েছে এক ইতিহাস ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের তাঁর জন্মের পর বন্ধু শচীনের বাড়িতে তাঁকে অভিনন্দন জানাতে এসেছিলেন অশোক কুমার ৷ আরডি বর্মণ নাকি তখন উচ্চ স্বরে কাঁদছেন ৷ সেই কান্না শুনে মজা করে নাকি অভিনেতা অশোক কুমার বলেছিলেন, "এ তো দেখি বেশ পঞ্চম সুরে কাঁদছে ৷" সেখান থেকেই নাকি রাহুলের ডাকনাম হয়ে যায় পঞ্চম ৷

এবার আসা যাক সলিল চৌধুরীর প্রসঙ্গে ৷ তাঁর একটি লেখায় এই ঘটনার উল্লেখ করেছিলেন সুরকার দেবজ্যোতি মিশ্র ৷ দেবজ্যোতি জানান, রাহুল দেব বর্মণের 'দম মারো দম' গানটি মুক্তি পাওয়ার পর তিনি ঠিক কী করতে চাইছেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন শচীন কত্তা ৷ তাঁর ঘরণার থেকে ছেলে যে অনেকটাই আলাদা একথা বুঝতে দেরি হয়নি তাঁর ৷ আর সেকথাই সলিলকে বলেছিলেন তিনি ৷

দেবজ্যোতির 'আরডি-র গানে গানে সারা পৃথিবীর মিউজিক উঠে এসেছিল' শীর্ষক লেখা অনুযায়ী, "একদিন সলিলদাকে ডেকে তিনি বলেন, ও আমার পোলা, তোমার চেলা কী করতাসে আমি বুঝতে পারি না তুমি ওরে কিছু কও ৷" তখন সলিল চৌধুরী তাঁকে আশ্বস্ত করেন ৷ তিনি ভালোই বুঝেছিলেন শচীনকত্তা এখন বিরক্ত ঠিকই কিন্তু শ্রোতাদের নাড়ি ভালোই বুঝতে পেরেছেন আরডি বর্মণ ৷ আর তিনি একদিন জনপ্রিয় হয়ে উঠবেন ৷ তাই তিনি তাঁকে আশ্বাস দিয়ে জানান, শচীন দেব বর্মণ যে ঘরাণার গায়ক তিনি নিজে সেই ঘরাণার নন ৷ আর রাহুল তো আরো আলাদা ৷ তবে ওঁকে ওঁর মতো ছেড়ে দিলে পঞ্চম ঠিক নিজের জায়গা করে নেবেন ৷

আরও পড়ুন:কোয়েম্বাটোরের প্রথম মহিলা বাস চালককে গাড়ি উপহার কমল হাসানের

আর তারপর কী হয়েছে তা আজ আলাদা করে না বললেও চলে ৷ কারণ হিন্দি থেকে বাংলা গানের ইতিহাসে পঞ্চমদা আজও একটা অধ্যায় ৷ 'পিয়া তু আব তো আ জা', 'মেহবুবা ও মেহবুবা', 'মেরে ন্যায়না শাওন ভাদো'-র মতো একাধিক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের ৷ যার জন্য় আজও বহু পঞ্চম অনুরাগী চিৎকার করে বলবেন, 'শুভ জন্মদিন আরডি বর্মণ' ৷

ABOUT THE AUTHOR

...view details