হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: কোভিড পর্বের ঠিক পরে প্রেক্ষাগৃহে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য বিগিনিং' ছবিটি ৷ দক্ষিণি এই ছবির গল্পের টানাপোড়েনেই শুধু নজর কেড়েছিল তা নয় ৷ একইসঙ্গে ছিল চোখ ধাঁধানো অ্যাকশন আর আল্লুর 'লার্জার দ্যান লাইফ' অভিনয় ৷ তখন থেকেই এই ছবির দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে রয়েছেন অনুুরাগীরা ৷ এবার সামনে এল সেই বহু প্রতীক্ষিত মুক্তির দিনক্ষণ ৷
এর আগে টিজারেই অনুরাগী চোখ ছানাবড়া করে দিয়েছিলেন পরিচালক সুুকুমার ৷ পুষ্পারাজ নাকি নিখোঁজ ৷ কী হয়েছে তার? কেউ বলছে সে জেল থেকে ফেরার ৷ আবার কারও মতে পুলিশের গুলিতেই হয়তো তার মৃত্যু হয়েছে ৷ কিন্তু সেই ঘটনাকে চাপা দিতে 'পুষ্পা জেল থেকে ফেরার হয়ে গিয়েছে' এই গল্প তৈরি করেছে পুলিশ ৷ কিন্তু এর কিছুদিন বাদেই সামনে আসে এক আশ্চর্য সত্য়ি ৷ জঙ্গলের লুকোনো ক্যামেরায় ধরা পড়ে পুষ্পার মুখ ৷ নিজের অনন্য স্টাইলে সে জানান দেয় পুষ্পা মরেনি ৷ সে ঠিক সময় ফিরবে বদলা নিতে ৷
ব্য়াস এখানেই শেষ টিজার ৷ এবার সকলেই দিন গুনছেন কবে আসবে ছবির ট্রেলার ৷ কিন্তু সেই অপেক্ষা আরও খানিক বাড়িয়ে দিলেন নির্মাতারা ৷ সোমবার সোশালে তাঁরা জানালেন, "15 অগস্ট 2024 বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে পুষ্পা: দ্য রুল ৷ আবার পুষ্পা আসছে বক্স অফিসে রাজ করতে ৷" 'পুষ্পা 2' প্রথমে অবশ্য মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর 22 মার্চ ৷ কিন্তু সেই তারিখ এবার আরেকটু পিছিয়ে দিলেন নির্মাতারা ৷ স্বাধীনতা দিবসের ছুটি আগামী বছর দর্শকের দেখা হবে পুষ্পারাজের সঙ্গে ৷ সেই পুষ্পা যে 'ফ্লাওয়ার নয় ফায়ার' ৷
আরও পড়ুন:'তুমি তো বাতিল' প্রথমেই বলেন মৃণাল সেন! 'মৃগয়া' ছবি নিয়ে নস্টালজিক মিঠুন
চন্দন কাঠের চোরা চালান নিয়ে তৈরি এই কাহিনিতে অভিনয় করবেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফসিলের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ আগামী 15 অগস্টের জন্য়ই এখন অপেক্ষা সকলের ৷ কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে ছবির সেটের একটি ঝলক শেয়ার করেছিলেন আল্লু ৷ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তাঁকে পাওয়া গিয়েছিল পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে ৷